shono
Advertisement

মাত্র ১৮ দিনে ইউরোপ পৌঁছবে চিনের প্রথম পণ্যবাহী ট্রেন

বাইরের বিশ্বের সঙ্গে সম্পর্কে উন্নতি চায় চিন৷ তাই কি এই ‘মডার্ন সিল্ক রুট’?
Posted: 07:22 PM Jan 04, 2017Updated: 01:52 PM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরের জগতের সঙ্গে যুক্ত হওয়ার পথে আর একধাপ এগোল চিন৷ এবার ইউরোপের সঙ্গে রেলপথে যুক্ত হল জিনপিংয়ের দেশ৷ পয়লা জানুয়ারি চিনের ঝেজিয়াং প্রদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিল প্রথম পণ্যবাহী ট্রেন৷ মাত্র ১৮ দিনে ১২,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবে লন্ডনে৷

Advertisement

চিনের রেলওয়ে কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, ২০০টি পর্যন্ত মালবাহী কন্টেনার বহন করতে সক্ষম বিশেষ এই ট্রেন৷ কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি হয়ে পৌঁছবে লন্ডনে৷ কাপড়, ব্যাগ সহ রপ্তানির অন্যান্য অনেক সরঞ্জাম রয়েছে এতে৷

চিনের এই উদ্যোগ প্রথম নয়৷ ইউরোপ ১৫তম দেশ, যার সঙ্গে রেলপথের মাধ্যমে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করল চিন৷ ২০১৩ সালে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জিনপিংয়ের নেতৃত্বে৷ উদ্দেশ্য ছিল এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্যের দেশগুলি ও ইউরোপের মধ্যে ‘মডার্ন সিল্ক রুট’ তৈরি করা৷ তবে সূত্রের খবর, বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি চায় চিন৷ সেই ক্ষেত্রে এই সিল্ক রুট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বেজিং৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement