সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবারে ৯০ কেজি ওজন কমাতে চেয়েছিলেন। কড়া ডায়েটিং থেকে শুরু করে হাড়ভাঙা পরিশ্রম করে শরীরচর্চা- কিছুই বাদ দেননি। তাতেই বিপত্তি। মাত্রাতিরিক্ত ধকলের ফলে মৃত্যু হল চিনা (China) তরুণীর। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে খুবই পরিচিত ছিলেন ওই তরুণী। মাত্র ২১ বছর বয়সে তরুণীর মৃত্যুর পরে প্রশ্ন উঠছে ওজন কমানোর পদ্ধতি নিয়ে।
জানা গিয়েছে, ওজন কমানোর জন্য একটি ক্যাম্পে যোগ দিয়েছিলেন মৃত তরুণী কুইহুয়া। কী ধরনের ব্যায়াম, শারীরিক কসরত করে রোগা হওয়া যাচ্ছে- সমস্ত তথ্য নিয়ে নিয়মিত ভিডিও বানাতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলির দৌলতে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। জানা গিয়েছে, দশ হাজারেরও বেশি ফলোয়ার ছিল কুইহুয়ার। ভিডিও থেকেই দেখা যায়, খুবই কম পরিমাণে খেতেন তিনি। তার সঙ্গে ছিল কঠোর এক্সারসাইজও।
[আরও পড়ুন: সারা রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে নির্দেশ হাই কোর্টের]
চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিনরাত এক্সারসাইজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন কুইহুয়া। ভিডিও করার সময়েও ধরা পড়েছে তাঁর অসুস্থতা। যদিও ওই ক্যাম্পের আয়োজকদের মতে, মাত্র ৬ মাসের মধ্যেই ৩৬ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন কুইহুয়া। কয়েকদিনের মধ্যেই ৯০ কেজি ওজন কমানোর লক্ষ্যে আরও কঠোরভাবে চেষ্টা করছিলেন তিনি। সেই ঝুঁকি নিতে গিয়েই তাঁর মৃত্যু হল।
এহেন মর্মান্তিক ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চিনের নেটিজেনরা। ওজন কমানোর ক্যাম্পের দিকেই আঙুল তুলেছেন তাঁরা। অল্প সময়ের মধ্যে সাফল্য পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রমের মধ্যে ঠেলে দেওয়া হয় এই ক্যাম্পগুলিতে। তার জেরেই অসুস্থ পড়েন অনেকে। অন্যদের দাবি, প্রচণ্ড পরিশ্রমের জেরে হৃদযন্ত্র ও হাঁটু খুবই ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে মৃত্যুর মতো চরম পরিণতিও হতে পারে। প্রসঙ্গত, চিনের ৫০ শতাংশ নাগরিকই অত্যধিক ওজনের সমস্যায় ভোগেন।
[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে চরমে অশান্তি, শেষ দিনে মনোনয়নই দিতে পারলেন না বিরোধীরা]