shono
Advertisement

চিনকে সতর্ক করলেন ওবামা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, চিনের উচিত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আরও সহনশীল হওয়া ও দক্ষিণ চিন সাগরে ‘দাদাগিরি’ বন্ধ করা৷ চিনা প্রেসিডেন্ট শি জিংপিংকে ওবামা এও বলেছেন, আজ আমেরিকা যে বিশ্বের প্রথম সারির একটি দেশ, তার অন্যতম কারণ আমেরিকা […] The post চিনকে সতর্ক করলেন ওবামা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 PM Sep 05, 2016Updated: 04:22 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, চিনের উচিত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আরও সহনশীল হওয়া ও দক্ষিণ চিন সাগরে ‘দাদাগিরি’ বন্ধ করা৷ চিনা প্রেসিডেন্ট শি জিংপিংকে ওবামা এও বলেছেন, আজ আমেরিকা যে বিশ্বের প্রথম সারির একটি দেশ, তার অন্যতম কারণ আমেরিকা জানে কোথায় থামতে হয়৷ চিনকেও সেটা শিখতে হবে৷ ওবামার মতে, চিন এখনও উদীয়মান দেশ৷ বেজিংকে বুঝতে হবে, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রতিবেশীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷

Advertisement

চিনে উড়ে যাওয়ার আগে সিএনএন-এর সাক্ষাৎকারে ওবামা বলেছেন, “আমাদের মনে রাখতে হবে, আমরা যখন নিজেদের আন্তর্জাতিক আইনে নিজেদের বেঁধে ফেলি, তখন সেটা নিজের দেশ ও দেশবাসীর কথা ভেবেই করি৷ দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক আইন মেনে চলে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে৷ তাতে নিজেদেরই লাভ৷”

এরপরই চিনের নাম না করে ওবামার সতর্কবার্তা, “যদি কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেমন আমরা দেখছি দক্ষিণ চিন সাগরে ঘটেছে, তাহলে সংশ্লিষ্ট দেশকে মাথায় রাখতে হবে ফলাফল কী হতে পারে৷” তিনি আরও জানান, চিন ও আমেরিকাকে পরস্পরের শত্রু হতে হবে এমনটা ভাবা ভুল৷ অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চালাতেই পারে৷ ওবামার দাবি, যেহেতু চিনে কমিউনিস্ট পার্টি আজীবন শাসনব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে, তাই চিনের বৈদেশিক নীতি আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির বিরোধী৷ কিন্তু সময় হয়েছে মনোভাব পাল্টানোর, সাফ কথা ওবামার৷

The post চিনকে সতর্ক করলেন ওবামা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement