shono
Advertisement

ভারতের সামনে দাঁড়াতেই পারবে না চিন-পাকিস্তান, মন্তব্য সেনাপ্রধানের

চিনা হুঁশিয়ারি উড়িয়ে ভারতীয় সেনার প্রশংসায় জেনারেল রাওয়াত।
Posted: 05:08 PM Sep 10, 2017Updated: 11:38 AM Sep 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পুরনো বয়ান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। সাফ জানালেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াতেই পারবে না চিন বা পাকিস্তান। অথচ, কয়েকদিন আগে এই রাওয়াতই বলেছিলেন, উত্তর ও পশ্চিমে দুই প্রতিপক্ষ চিন ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে ভারতকে। শনিবার সেনাপ্রধান বলেন, ‘নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির ভিত্তিতে চিন বা পাকিস্তান ভারতের কাছে কোনও চ্যালেঞ্জই নয়।’ শনিবার উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে এক অনুষ্ঠানে যোগ দিতে এই কথা বলেন জেনারেল বিপিন রাওয়াত।

Advertisement

ভারতের সঙ্গে চিনের সম্পর্কের বরফ এখন খানিকটা হলেও গলেছে। অথচ হপ্তাখানেক আগেও পরিস্থিতিটা এরকম ছিল না। ভারত-ভুটান ও চিন, এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চল ডোকলামে ভারত ও চিনের সেনা মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে রণহুঙ্কার দিচ্ছিল। শেষ পর্যন্ত অজিত দোভালের দৌত্যে ও প্রধানমন্ত্রী মোদির আন্তরিক প্রচেষ্টায় ব্রিকস সম্মেলনে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। সে সময় রাওয়াত মন্তব্য করেছিলেন, ডোকলাম ইস্যু মিটে গেলেও ভারতের নিশ্চিন্তে হাত গুটিয়ে বসে থাকা উচিত হবে না। চিন ও পাকিস্তানের বিরুদ্ধে একযোগে দু’মুখো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। অথচ এদিন নিজের সেই মন্তব্যকে আমল না দিয়ে সেনাপ্রধান বললেন, ‘আগে যা বলার বলেছি।’


তাঁর ওই মন্তব্যের পালটা মুখ খুলেছিল চিনা বিদেশমন্ত্রকও। বেজিং জানিয়ে দেয়, তাদের বেলাইন করার চেষ্টা করতে ভারতকে সমস্যায় পড়তে হবে। কিন্তু এদিন সেনাপ্রধানের বক্তব্য থেকেই স্পষ্ট যে তিনি চিনের ওই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ। ডোকলাম-সহ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী বাহিনী, সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েন রয়েছে বলে আশ্বাস দিয়েছেন জেনারেল রাওয়াত। ছুঁয়ে গিয়েছেন কাশ্মীর প্রসঙ্গও। বলছেন, ‘আমরাও কাশ্মীরে শান্তি চাই। উপত্যকায় শান্তি বজায় রাখতে ভারত সবরকম চেষ্টা করছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement