shono
Advertisement

Breaking News

‘ভারতের বিরুদ্ধে ক্রমেই আগ্রাসী হচ্ছে চিন’, তাওয়াং সংঘর্ষের পর বেজিংকে কড়া বার্তা আমেরিকার

চিনের গতিবিধির উপর নজর রাখছে আমেরিকা, হুঁশিয়ারি পেন্টাগনের।
Posted: 10:43 AM Dec 14, 2022Updated: 10:43 AM Dec 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চিন, এমনই বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সদর দপ্তর পেন্টাগন (Pentagon)। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের সঙ্গে লালফৌজের সংঘর্ষের প্রতিক্রিয়া দিতে গিয়েই এই কথা বলেছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে নানা ধরনের নির্মাণকাজ চালাচ্ছে চিন, সেই কথাও উঠে এসেছে রাইডারের বিবৃতিতে। ভারত যেভাবে শান্তিপূর্ণ উপায়ে চিনা আগ্রাসনের মোকাবিলা করেছে, সেই উদ্যোগেরও প্রশংসায় পঞ্চমুখ মার্কিন যুক্তরাষ্ট্র (USA)।

Advertisement

তাওয়াং সংঘর্ষের (Tawang Clash) পরে জানা গিয়েছিল, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে। দু’পক্ষেই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি রাইডার বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির প্রতি আগ্রাসী হয়ে উঠছে চিন (China)। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অতি-সক্রিয় হয়ে উঠছে বেজিং।” 

[আরও পড়ুন: ‘আধমরা হলেও ধ্বংস করা যাবে না ভারতকে’, তাওয়াং পরিস্থিতি নিয়ে চিনকে কড়া বার্তা মোদির]

তিনি আরও বলেছেন, “সংঘাতের পথে না হেঁটে ভারত যেভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে, সেই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মিত্র দেশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LaC) চিনের গতিবিধির উপর নজর রাখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। ওই এলাকায় নানা ধরনের পরিকাঠামো তৈরি করছে চিন। সীমান্তে নিজেদের সেনার শক্তি বাড়াতেও বেশ সক্রিয় হয়ে উঠছে বেজিং প্রশাসন।”

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় চিনের সেনা। গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী স্মৃতি উসকে দেওয়া সেই ঘটনায় তোলপাড় হয় জাতীয় রাজনীতি। সরকারের কাছে গোটা ঘটনায় জবাব চায় বিরোধীরা। যদিও ভারতীয় সেনার শৌর্যের প্রসঙ্গ টেনে কেন্দ্র জানিয়ে দেয়, সামান্য আহত হয়েছেন জওয়ানরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দেন, মোদি সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, আধমরা হলেও ভারতকে কেউ ধ্বংস করতে পারবে না। 

[আরও পড়ুন: Lionel Messi: বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের পরই অবসর ঘোষণা করলেন মেসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement