সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড চিনে! প্রতারণার এমন চেহারা সচরাচর দেখা যায় না। তরুণী রিসেপশনিস্টকে আরও বেশি সুন্দরী হতে জোর করে নাকে অস্ত্রোপচার করাল মালিকপক্ষ। এর জন্য ২.৯ লক্ষ টাকা কোম্পানির থেকেই ঋণ নেন তরুণী। যদিও অস্ত্রোপচারের পর সেই তাঁকে ছেটে ফেলা হল সংস্থার থেকে। তরুণীর দাবি, আদতে চরা সুদ ঋণ করানোই ছিল কোম্পানির উদ্দেশ্য। এখন সর্বস্ব খুইয়ে মাথায় হাত পড়েছে তাঁর।
প্রতারিত তরুণী জানিয়েছেন, রিসেপশনিস্ট হিসেবে গত ২১ নভেম্বর সংস্থায় যোগ দিয়েছিলেন। এর পর সংস্থার দুই মালিক তাঁকে নাকে অস্ত্রোপচার করতে বলেন। মালিকপক্ষ যুক্তি দেয়, এর ফলে আরও আকর্ষণীয় হবেন তরুণী, যা তাঁর পেশা জীবনে কাজে আসবে। শুরুতে না করলেও কথার চাকরি বাঁচাতে হ্যাঁ করেন তিনি। নিজের সংস্থার থেকেই চরা সুদে ২৫ হাজার ইয়েন (ভারতীয় মুদ্রায় ২.৯ লক্ষ টাকা) ঋণ নেন। এর পরেই নাটকীয় মোড় নেয় ঘটনা।
[আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগে চায় প্রধান বিচারপতিকে, কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে]
যাদের কথায় অস্ত্রোপচার করেছিলেন, তারাই ছাঁটাই করেন তরুণীকে। প্রথম রিসেপশন থেকে সরিয়ে কনসালটেন্ট পদে সরানো হয়। কিছুদিন পর সংস্থার চাপে সেই কাজ থেকেও বাদ পড়েন তরুণী। এখন বেকার। এদিকে প্রতি মাসে মোটা ইএমআই গুনতে হচ্ছে। এই বিষয়ে চিনের বাসিন্দা ওই তরুণী বলেন, “এত দ্রুত গোটা বিষয়টা ঘটে গেল যে প্রতারণার বিষয়টা বুঝতেই পারিনি।”