shono
Advertisement

চরমপন্থা বরদাস্ত করব না, মুসলিমদের কড়া হুঁশিয়ারি চিনের

ইসলামের নাম যথেচ্ছাচার চলবে না, বার্তা দিল বেজিং৷ The post চরমপন্থা বরদাস্ত করব না, মুসলিমদের কড়া হুঁশিয়ারি চিনের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 AM Nov 28, 2016Updated: 08:14 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের চরমপন্থা বর্জন করার পরামর্শ দিল চিন৷ চরমপন্থা ছেড়ে চিনা সমাজতন্ত্রের সঙ্গে আরও বেশি করে মুসলিমদের একাত্ম হওয়ার আহ্বান জানাল বেজিং৷

Advertisement

চিনা মুসলিমদের প্রতি এই আহ্বান জানালেন সে দেশের চিফ অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স ওয়াং জুওআন৷ চিনা মুসলিমদের দশম ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতে এসে এ কথা বলেন জুওয়ান৷ তিনি বলেন, চিনা মুসলিমদের উন্নয়নের জন্য দেশের সমাজতন্ত্রকে অন্তর থেকে গ্রহণ করাটা জরুরি৷ পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন, মুসলিম ভাবাবেগের উপর সম্পূর্ণ আস্থা থাকলেও রাজনীতি, বিচার ও শিক্ষাব্যবস্থায় কোনওরকম ধর্মীয় হস্তক্ষেপ চিনে বরদাস্ত করা হবে না৷

বেজিংয়ের এই মনোভাব থেকেই স্পষ্ট, সে দেশে ইসলামের নাম কোনওরকম চরমপন্থা সহ্য করা হবে না৷ চিনা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, সে দেশে মসজিদ নির্মাণ করতে হলেও সেখানে চিনা প্রভাব সুস্পষ্ট হতে হবে৷ থাকতে হবে জাতীয় প্রতীকের চিহ্নও৷ শুধু ‘বিদেশি’ স্থাপত্যকলার অন্ধ অনুকরণ বরদাস্ত করা হবে না৷ ‘ইসলামিক অ্যাসোসিয়েশন অফ চায়না’ গত ৫ বছরে ভাল কাজ করেছে বলেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন ওয়াং জুওআন৷

(ভারত থেকে তুলো এবং সবজি আমদানি বন্ধ করল পাকিস্তান)

The post চরমপন্থা বরদাস্ত করব না, মুসলিমদের কড়া হুঁশিয়ারি চিনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement