সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালওয়ান সংঘর্ষের (Galwan Clash) পর প্রথমবার ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী। আসছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও। চলতি মাসের শেষের দিকে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের (SCO) বৈঠক রয়েছে। সেই সূত্রেই দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রী ভারতে আসছেন। তাঁদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসতে পারেন রাজনাথ সিং।
আগামী ২৮ এপ্রিল এসসিও বা সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠক। যেখানে ভারত, রাশিয়া, চিনের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীরও যোগ দেওয়ার কথা। তবে সশরীরের ভারতে আসছেন না পাক প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ। ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন তিনি। এদিকে চিনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শংফু এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু ২৭ তারিখ ভারতে আসছেন। ২৮ তারিখ বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁদের। উল্লেখ্য, ইতিপূর্বে মার্চের প্রথম দিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে ঘুরে গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী।
[আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীতে শাহের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ঋতুপর্ণার, অতিথি তালিকায় শুভেন্দুও]
সাম্প্রতিক পরিস্থিতিতে রুশ ও চিনা বিদেশমন্ত্রীর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যে ভারত-রাশিয়ার সম্পর্ক মজবুত হয়েছে। তবে নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে চিন-রাশিয়া-ইরানের সখ্যতা। কারণ, সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এরপর একাধিকভাবের ভারতের জমি চুরির অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। ফলে দুদেশের মধ্যে টানাপোড়েন চলছেই। এর মাঝেই চিনের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতে আসা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, ভারত-চিনের সম্পর্ক নিয়ে রাশিয়া কী বার্তা দেয়, সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের।