shono
Advertisement

Breaking News

ভারতকে রুখতে পাকিস্তানের গদর বন্দরে টহল দেবে চিনা রণতরী

ভবিষ্যতে আরবসাগরের বুকে খুব সহজেই চিনা রণতরী ঢুকতে পারবে৷ The post ভারতকে রুখতে পাকিস্তানের গদর বন্দরে টহল দেবে চিনা রণতরী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Nov 26, 2016Updated: 02:40 PM Nov 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও পাকিস্তানের মধ্যে ইকোনমিক করিডরকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ গদর বন্দরে চিনা যুদ্ধজাহাজ টহলদারি শুরু করবে৷ করাচির এক পাক কর্তা এ কথা জানিয়েছেন৷

Advertisement

চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে প্রায় ৩০০০ কিলোমিটার দীর্ঘ ইকোনমিক করিডর তৈরি হচ্ছে৷ আরব সাগরের তীরে গদর শহরে পাকিস্তানের গদর বন্দর এই করিডর নির্মাণে মুখ্য ভূমিকা গ্রহণ করবে৷ একবার এই করিডর তৈরির কাজ শেষ হয়ে গেলে চিনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হবে৷ আরও সস্তায় চিনা পণ্য পৌঁছে যাবে এশিয়া ও আফ্রিকায়৷

নাম প্রকাশে অনিচ্ছুক পাক নৌসেনার এক কর্তা জানিয়েছেন, ইকোনমিক করিডরের জন্য গদর বন্দরের জন্মলগ্ন থেকেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) কাজ সুষ্ঠুভাবে শেষ করতে দ্রুতই চিনা রণতরী গদরে এসে ভিড়বে৷ সঙ্গে পাক নৌবহর তো থাকবেই৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিপিইসি ও গদর বন্দর চিন ও পাকিস্তান-দুই দেশেরই সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে৷ ভবিষ্যতে আরবসাগরের বুকে খুব সহজেই চিনা রণতরী ঢুকে পড়তে পারবে৷ এমনকী, চিনা জাহাজ মেরামত ও ভারত মহাসাগরে তাদের নৌবহর রক্ষণাবেক্ষণের জন্যও গদর নৌ-ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে পাকিস্তান৷

পাক প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষকর্তারা চান, দ্রুতই এই কাজ শেষ হোক৷ যাতে ভারত মহাসাগর ও আরবসাগরে ভারতীয় নৌবাহিনীকে রুখে দেওয়া যায়৷ সূত্রের খবর, একা চিনের উপর ভরসা না করে তুরস্কের কাছ থেকেও উচ্চ গতিশীল জাহাজ কিনে গদর বন্দরে নিরাপত্তার জন্য বিশেষ স্কোয়াড্রন নামানোর পরিকল্পনাও রয়েছে করাচির৷ এক একটি স্কোয়াড্রনে ৪-৬টি করে রণতরী থাকতে পারে৷

The post ভারতকে রুখতে পাকিস্তানের গদর বন্দরে টহল দেবে চিনা রণতরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement