সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক আগে গালওয়ান উপত্যকায় (Galwan Valley) মুখোমুখি হয় ভারত ও চিনের ফৌজ। চিনা সেনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ছুরি ও অন্য ধারালো অস্ত্র হাতে হামলা করার। সেই ছবি এবার ফের দেখা গেল। ফিলিপিন্সের নৌবাহিনীর উপরে হামলা করল চিনের উপকূলরক্ষী সেনারা। ছুরি, হাতুড়ি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়েই তারা সংঘর্ষে লিপ্ত হয়। দক্ষিণ চিন সাগরে ঘটেছে এমন ঘটনা। যা ফিরিয়েছে গালওয়ানের স্মৃতি।
ফিলিপিন্সের (Philippines) তরফে দাবি করা হয়েছে, গত সোমবার একটি পরিত্যক্ত যুদ্ধজাহাজে খাদ্য ও অস্ত্রসহ সরবরাহ করতে যাওয়ার সময় তাদের দেশের সেনাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে লালফৌজের। সেই সময় চিনা সেনার হাতে ছিল হাতুড়ি, ছুরি, কুঠার ইত্যাদি। ফিলিপিন্সের এক নৌসেনা কর্মীর আঙুল উড়ে গিয়েছে হামলায়। সাম্প্রতিক সময়ে বার বার দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ ঘটতে দেখা গিয়েছে।
[আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি যোগীরাজ্যে, মৃত্যু সংখ্যালঘু যুবকের]
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চিনের (China) ফৌজ। দু’পক্ষের জওয়ানরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। সেই হামলার স্মৃতিই যেন ফিরল এবার।