সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বধূ সীমা হায়দার। কিংবা ভারতীয় বধূ অঞ্জু। কাঁটাতারের বাধা পেরিয়ে একজন এসেছেন ভারতে। অন্যজন প্রেমের টানে পৌঁছে গিয়েছেন পাকিস্তানে (Pakistan)। এই দুই ‘প্রেমকাহিনি’ ঘিরে যখন শোরগোল চরমে, তখন সন্ধান মিলল আরেক সীমান্ত পেরনো ভালবাসার! চিনের (China) গাও ফেং নামের এক তরুণী হাজির হলেন পাকিস্তানের খাইবার-পাখতুখোয়ায়। স্রেফ প্রেমিকের সঙ্গে দেখা করতে নয়, বিয়ে করতে!
ব্যাপারটা কী? জানা যাচ্ছে, ৩ মাসের ভিসা নিয়ে চিন থেকে গিলগিটে উপস্থিত হয়েছেন ওই তরুণী। ২১ বছরের গাও ফেং অনলাইনে মন দিয়েছেন ১৮ বছরের জাভেদকে। আফগান সীমান্তে বাজাউর জেলার বাসিন্দা কিশোরের সঙ্গে তাঁর পরিচয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই প্রেমের টানে সম্পর্ক এখন আর ভারচুয়াল নয়, একেবারে জাগতিক ‘বাস্তব’।
[আরও পড়ুন: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI স্ক্যানারে কামারহাটির পুরকর্মীরা, ৩১ জুলাই হাজিরার নির্দেশ]
কিন্তু ওই অঞ্চলের অবস্থা এখন ভাল নয়। তাই তাঁকে নিয়ে নিজের মামাবাড়িতে গিয়ে উঠেছেন জাভেদ। পুলিশ জানিয়েছে, স্ন্যাপচ্যাটে আলাপ তাঁদের। সম্পর্ক প্রায় ৩ বছরের। গতকাল, বুধবার বিয়েও করে ফেলেছেন তাঁরা। ইসলামে ধর্মান্তরিত হয়ে চিনা তরুণীর নাম এখন কিসওয়া। তবে এখনই সংসার করা হবে না তাঁদের। জাভেদ যে এখনও পড়ুয়া। আপাতত কয়েকদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে কিসওয়া ফিরে যাবেন চিনে। বছরখানেক পরে পড়াশোনা শেষ করে চিনে যাবেন জাভেদ। তখনই একসঙ্গে পথ চলার আসল পর্ব শুরু হবে দুই ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতির মানুষের।