সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধারে তিনি দক্ষিণী মহাতারকা। আবার আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান'ও। চিরঞ্জিবী আন্না দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির নবীন প্রজন্মের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণার আরেক নাম। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই ছেলে রামচরণও বর্তমানে ভারতীয় বিনোদুনিয়ার অন্যতম মুখ। কিন্তু সেই দক্ষিণী তারকাদের বাড়িতেই কন্যাসন্তান নিয়ে এহেন 'নিকৃষ্ট ভাবনাচিন্তা'? চিরঞ্জিবীর (Chiranjeevi) এক লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের জেরে প্রশ্ন তুলেছে সভ্য সমাজ।
সেলেব হওয়া মানেই সমাজের প্রতি অতিরিক্ত দায়িত্ব। কারণ লক্ষ লক্ষ মানুষের নজর থাকে তারকাদের দিকে। তারকাদের মধ্যেই অনেকে অনুপ্রেরণা খুঁজে পান। অতঃপর মেপেজুখে কথা বলার অভ্যেসও থাকা দরকার। একটা ভুল মন্তব্য গোটা কেরিয়ারকে শিকেয় তুলে দিতে পারে! সম্প্রতি এরকমই এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জিবী। সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জিবীকে বলতে শোনা যায়, বাড়িতে থাকলে নাতনিদের সঙ্গে খেলতে ইচ্ছে করে না। বরং নিজেকে লেডিস হোস্টেলের ওয়ার্ডেন বলে মনে হয়। আমি সবসময়ে চাই আর ছেলে রামচরণকে (Ram Charan) বলিও যে- অন্তত এবার যেন তোর একটা ছেলে হয়। আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একজন বংশপ্রদীপ চাই। আমার ভয় হয়, আবার যেন ওর কন্যাসন্তান না হয়।" প্রবীণ তারকার এহেন মন্তব্য ভাইরাল হতেই বিতর্কের ঝড়! চিরঞ্জিবীর লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে অনুরাগীদের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে।
প্রসঙ্গত, বছর দুয়েক আগেই রামচরণ, উপাসনা কোনিডেলার সংসার আলো করে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বিয়ের প্রায় ১১ বছর পর সন্তান লাভ হয় দক্ষিণী তারকার। শখ করে ঠাকুরদা চিরঞ্জিবীই নাতনির নাম রাখেন 'মেগা প্রিন্সেস'। 'ক্লিন কারা' নামের নেপথ্যেও তিনিই। তবে এবার সেই চিরঞ্জিবীই কিনা লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করলেন। তাহলে কি নাতনি হওয়ায় খুশি হননি চিরঞ্জিবী? প্রশ্ন তুলে অনেকেই কটাক্ষ শুরু করেছেন তারকাকে। তাঁদের কথায়, 'এই শতকে দাঁড়িয়েও এমন মন্তব্য।' কেউ বা তাঁকে মনে করিয়ে দিলেন, 'আপনার মতো সুপারস্টার তারকার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত নয়।' সবমিলিয়ে সরগরম নেটপাড়া। যদিও সংশ্লিষ্ট ইস্যুতে বিতর্কের ঝড় উঠলেও এপ্রসঙ্গে এখনও কোনওরকম মন্তব্য করেননি চিরঞ্জিবী।
