shono
Advertisement

Breaking News

ট্রাম্পের জয়ের পিছনে হাত রয়েছে রাশিয়ার: সিআইএ

বিস্ফোরক রিপোর্ট ওয়াশিংটন পোস্টের... The post ট্রাম্পের জয়ের পিছনে হাত রয়েছে রাশিয়ার: সিআইএ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Dec 10, 2016Updated: 03:40 PM Dec 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের তখতে বসতে ডোনাল্ড ট্রাম্পকে গোপনে সাহায্য করেছে রাশিয়া৷ ২০১৬-র মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রুশ মদত পেয়েছেন ধনকুবের ট্রাম্প, একটি রিপোর্টে এ কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এই খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে৷

Advertisement

প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে বেকায়দায় ফেলতে সাহায্য করেছিল রাশিয়া৷ উইকিলিকস-এর কাছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মহা গুরুত্বপূর্ণ ই-মেল হ্যাক করে পৌঁছে দিয়েছেন, এমন বেশ কয়েকজন ব্যক্তির সন্ধান পেয়েছে সিআইএ৷ যাঁদের সঙ্গে রুশ সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে৷ সিআইএ-র রিপোর্ট মোতাবেক, রুশ গুপ্তচররা ট্রাম্পকে জেতাতে ও হিলারিকে হারাতে প্রত্যক্ষভাবে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপি করেছে৷ ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন সেনেটরদের সামনে এই রিপোর্ট পেশ করেছে সিআইএ৷ তবে সিআইএ-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি সিআইএ৷

The post ট্রাম্পের জয়ের পিছনে হাত রয়েছে রাশিয়ার: সিআইএ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement