shono
Advertisement

হৃদরোগে আক্রান্ত নন CID সিরিয়ালের ‘ফ্রেডরিক্স’, তাহলে কী হয়েছে? জানালেন সহকর্মী ‘দয়া’

এখনও হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা।
Posted: 11:52 AM Dec 04, 2023Updated: 11:52 AM Dec 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘CID’ সিরিয়ালের ফ্রেডরিক্স তথা অভিনেতা দীনেশ ফড়নিশ (Dinesh Phadnis )। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। রবিবার এমন খবরই শোনা গিয়েছিল। কিন্তু তা সত্যি নয়। এমনটাই জানালেন অভিনেতার সহকর্মী দয়ানন্দ শেট্টি।

Advertisement

‘CID’ সিরিয়ালে দয়ার চরিত্রে অভিনয় জনপ্রিয়তা পেয়েছে দয়ানন্দ শেট্টি। অভিনেতা জানান, তাঁর বন্ধু মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন। ভেন্টিলেশনে রয়েছেন দীনেশ, একথা সত্যি। তবে তিনি হৃদরোগে আক্রান্ত হননি। তাহলে কী হয়েছে অভিনেতার? এখনই সে বিষয়ে কিছু বলতে চান না বলেই জানান দয়া।

[আরও পড়ুন: মা হওয়ার পর কেমন আছেন শুভশ্রী? ছবি শেয়ার করে জানালেন মনের কথা]

তবে শোনা এও যাচ্ছে, শারীরিক সমস্যার জন্য কোনও ওষুধ খেতেন অভিনেতা। যার প্রভাব তাঁর লিভারে পড়ে। আর সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক খবর অনুযায়ী, অভিনেতার শারীরিক অবস্থা এখন আগের থেকে সামান্য ভালো। তবে বিপদ এখনও কাটেনি। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

১৯৯৮ সালে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সিআইডি সিরিয়ালের সফর শুরু হয়। কুড়ি বছর ছোটপর্দার এই সফর জারি থাকে। দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা টেলিভিশন সিরিজের তকমা পায় তদন্তমূলক এই ধারাবাহিক। এসিপি প্রদ্যুম্ন, দয়ার পাশাপাশি ফ্রেডরিক্সের চরিত্রও বেশ জনপ্রিয় হয়। সিআইডি ছাড়াও ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীনেশ। ‘সরফরোশ’, ‘সুপার ৩০’র মতো সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ৫৭ বছরের অভিনেতা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: ঘন ঘন প্রায় নগ্ন ছবি পোস্ট, সেই স্বল্পবসনা উরফির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement