shono
Advertisement
Aamar Boss Box office collection

বক্স অফিসেরও বস, ৩ দিনেই কোটির ক্লাবে 'আমার বস', রেকর্ড ভাঙল 'পোস্ত', 'প্রাক্তন'-এরও

২২ বছর বাদে বাংলা ছবিতে ফিরেই নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে ম্যাজিক দেখালেন রাখি গুলজার।
Published By: Sandipta BhanjaPosted: 05:50 PM May 12, 2025Updated: 05:51 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইন্ডোজ-এর ক্ষেত্রে গ্রীষ্মের চেনা স্লট। তবে দেশজুড়ে বর্তমানে উত্তপ্ত আবহ। ভারত-পাক সংঘাতের উত্তেজনার আবহেই 'আমার বস'কে আপন করে নিয়েছেন দর্শকরা। আর সেই ভালোবাসার প্রমাণ বক্স অফিসের অঙ্ক। উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পয়লা সপ্তাহেই বক্স অফিসে ১ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে নন্দিতা রায় পরিচালিত তথা রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা। তিন দিনে বাংলা ছবির এমন ব্যবসার অঙ্ক কিন্তু আখেড়ে ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক।

Advertisement

প্রযোজনা সংস্থা সূত্রে খবর, রবিবার, ছুটির দিনেও গোটা দেশজুড়ে প্রায় একশোটি প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল। সপ্তাহের প্রথম দিনেও 'বস' রাখি গুলজারকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা। একে ভারত-পাক সংঘাত, উপরন্তু সোমবারের ব্যস্ত দিনেও বুক মাই শোতে ট্রেন্ডিং 'আমার বস'-এর টিকিট। চেনা স্লট তো বটেই, এমন উত্তপ্ত আবহেও যে শান্তির জল নিয়ে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, পঁচিশ সালের পাঁচ মাসে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার তালিকায় সবথেকে কম দিনে এমন বিপুল অঙ্কের ব্যবসা করে 'বিগেস্ট ওপেনিং'য়ের খেতাবও জিতে নিয়েছে এই ছবি। গত পুজোর মরশুমে ব্লকবাস্টার 'বহুরূপী' উপহার দিয়ে দেশের সিনেমানচিত্রে নতুন রেকর্ড গড়ে টলিউডের মান রেখেছিল টলিপাড়ার 'হিটমেশিন' পরিচালকদ্বয়। 'আমার বস'ও চলছে রমরমিয়ে।

ব্যবসার গ্রাফ দেখলে, 'বহুরূপী' যেহেতু উৎসবের মরশুমে মুক্তি পেয়েছিল, সেটা এক দিনে প্রায় এক কোটি দুয়ারে পৌঁছে গিয়েছিল। সেদিক থেকে তুলনা টানলে গ্রীষ্মকালীন ব্যাচে মুক্তিপ্রাপ্ত উইন্ডোজ-এর দুই বহুল প্রসংশিত ছবি 'পোস্ত' এবং 'প্রাক্তন'-এর রেকর্ডও ছাড়িয়ে গিয়েছে 'আমার বস'। এই দুই সিনেমার প্রথম সপ্তাহে কালেকশন ছিল এক কোটি। তবে 'আমার বস' সেই গণ্ডি টপকে এক কোটি দশ লক্ষের ব্যবসা করেছে। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দীর্ঘ ২২ বছর বাদে বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করলেন রাখি গুলজার। এদিকে গ্রীষ্মের ছুটি পড়তে এখনও পাঁচ দিন বাকি, তার প্রাক্কালেই এমন ব্যবসা। অতঃপর ছুটি পড়লে যে ব্যবসার অঙ্ক বাড়বে, তেমনই প্রত্যাশা প্রযোজনা সংস্থার। 

নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা মানেই বাস্তব সমাজের দলিল। নতুন ভাবনাচিন্তা কিংবা সমাজকে নতুন বার্তা দিতে পরিচালকদ্বয়ের জুড়ি মেলা ভার। আর সেই ভাবনায় ভর করেই ভিন্নস্বাদের সিনেমা উপহার দিয়ে বরাবর দর্শকদের মন কেড়ে এসেছেন তাঁরা। ‘আমার বস’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বৃদ্ধ মা-বাবাদের জন্য ‘ডে কেয়ার হোম’ খোলার ভাবনা এই সিনেমার গল্পের অন্যতম ইউএসপি। আর তাতে ভর করেই ঝকঝকে মাকর্শিট 'আমার বস'-এর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পয়লা সপ্তাহেই বক্স অফিসে ১ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'আমার বস'।
  • পঁচিশ সালের পাঁচ মাসে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার তালিকায় সবথেকে কম দিনে এমন বিপুল অঙ্কের ব্যবসা করে 'বিগেস্ট ওপেনিং'য়ের খেতাবও জিতে নিয়েছে এই ছবি।
Advertisement