shono
Advertisement

কপাল ফেরাতে রাজকুমার হিরানিই ভরসা, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা ভুলে নতুন ছবি সই আমিরের!

শাহরুখের সঙ্গে 'ডাঙ্কি' ছবি শেষ করার পরই নাকি আমিরের এই ছবিতে হাত দেবেন হিরানি।
Posted: 03:36 PM Jul 05, 2023Updated: 03:36 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’। তারপরই ইন্ডাস্ট্রি থেকে প্রায় গায়েব আমির। শোনা গিয়েছিল, আমির নাকি একেবারেই সিনেমা থেকে বিদায় নিচ্ছেন। আবার অনেকে বলেছিলেন, বহু বছর ব্রেক নেওয়ার নাকি পরিকল্পনা রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের। তবে এরই মাঝে বলিপাড়ায় নতুন খবর। বক্স অফিসে কপাল ফেরাতে নাকি পুরনো বন্ধু পরিচালক রাজকুমার হিরানির শরণাপন্ন হয়েছেন আমির। শোনা যাচ্ছে, হিরানি একটি বায়োপিক বানাতে চলেছেন আর সেই বায়োপিকেই নাকি সই করে ফেলেছেন আমির খান। খবর রয়েছে, শাহরুখের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবি শেষ করার পরই নাকি আমিরের এই ছবিতে হাত দেবেন হিরানি।

Advertisement

প্রসঙ্গত, মাস কয়েক আগেই ভাইজান নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে শাহরুখ ও আমিরের সঙ্গে এক আড্ডার আয়োজন করেছিলেন। শোনা গিয়েছিল, ‘টাইগার থ্রি’র শুট থেকে ফেরার সময়ে নাকি কিং খানকে নিয়েই একেবারে ফেরেন সলমন। পরে সেই পার্টিতে যোগ দেন আমির খান। এরপর ভোররাত পর্যন্ত দেদার পার্টি চলে তিন খানের। গত তিন দশকের ফিল্মি কেরিয়ারে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা নিয়েও আলোচনা হয় সলমন, আমির ও শাহরুখের মধ্যে। সেখানেই নাকি অসাধ্য সাধন করার চেষ্টা করেন শাহরুখ ও সলমন।

[আরও পড়ুন: শ্রাবন্তীর জন্যই জিতুর সঙ্গে সম্পর্কে ভাঙন? মুখ খুললেন নবনীতা]

আমির খান ক্যামেরার সামনে ফিরতে যাতে রাজি হন, রীতিমতো চেষ্টাও চালিয়ে যান আমির ইন্ডাস্ট্রির দুই ‘খান ভাইজান’। এদিকে, ‘মিস্টার পারফেকশনিস্ট’ সংবাদমাধ্যমের কাছে জানান যে, “আমি মানসিকভাবে যেদিন প্রস্তুত হতে পারব, সেদিনই নতুন ছবির কাজে হাত দেব। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। সন্তানদের সঙ্গে বেশ সময় কাটাচ্ছি।” এবার প্রশ্ন, কবে বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন আমির খান, শাহরুখ-সলমনদের মধ্যস্থতায় কি কোনও লাভ হবে? সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।

[আরও পড়ুন: “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী”, ‘রিমঝিম গিরে সাওন’ গানের স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement