shono
Advertisement
3 Idiots Sequel

'আদৌ হবে 'থ্রি ইডিয়টস' সিক্যুয়েল? ব়্যাঞ্চো-রাজু-ফারহানের 'দোস্তি' নিয়ে বিস্ফোরক আমির-মাধবন

সিক্যুয়েল নিয়ে যত্ত ডামাডোল। কী জানালেন ব়্যাঞ্চো-ফারহানরা?
Published By: Sandipta BhanjaPosted: 04:28 PM Dec 31, 2025Updated: 06:08 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাসের গোড়াতেই জানা গিয়েছিল যে, ১৫ বছর বাদে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল আসতে চলেছে। চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও তৈরি। খুব শিগগিরিই নাকি এই ছবির সিক্যুয়েল নিয়ে আনতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। তখন দেখেই দর্শক-অনুরাগীরা কৌতূহলী, কতদূর এগোল রাজু-ব়্যাঞ্চো, ফারহানের 'ইয়ারিয়া'র কাজ? নতুন বছরে নতুন ঝলক দেখার আশাতেও বুক বেঁধেছিলেন তাঁরা। ব়্যাঞ্চো (আমির খান) আর ফারহানকে (আর মাধবন) সেকথাই জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু দুই অভিনেতা যা জবাব দিলেন, তাতে অনুরাগীদের সব আশায় জল!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধবন বলছেন, 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল, শুনে তো ভালোই লাগছে। তবে এসব এখন বহু দূর। আমির, শরমন আর আমি, আমাদের তিনজনেরই এখন বয়স বেড়েছে। আর এই বয়সে সিক্যুয়েলের অ্যাডভেঞ্চারে আমরা কোথায় যাব? আমাদের জীবনও তো বদলে গিয়েছে এখন। সিক্যুয়েলের চিন্তাভাবনাটা মজার হলেও সময়টা খুব একটা উপযুক্ত নয়। আমি আবার রাজু হিরানির সাথে কাজ করতে চাই। কিন্তু আবার সেই 'থ্রি ইডিয়টস'-এ? আমার মনে হয় এটা মুর্খামি হবে। 'ফারহানে'র পর অবশ্য ব়্যাঞ্চো আমির খান যা বললেন, তা শুনে আরও অবাক হতে হয়!

মিস্টার পারফেকশনিস্ট বলছেন, থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলে (3 Idiots Sequel) কাজ করার জন্য আমি আগ্রহী কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কোনও প্রস্তাবই আসেনি। স্মৃতি আওড়ে আমির বললেন, "এই ছবিটি তৈরি করার সময়ে আমরা খুব মজা করেছি! আজ পর্যন্ত যতগুলো চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমার র‍্যাঞ্চো চরিত্রটি। মানুষ এখনও র‍্যাঞ্চোকে নিয়ে কথা বলে। তাই হ্যাঁ, আমি সিক্যুয়েল করতে চাই। কিন্তু কেউ আমার সাথে কেউ যোগাযোগ করেনি এখনও।" এর আগে শরমন যোশিও এই একই কথা বলেছিলেন যে সিক্যুয়েলের জন্য তাঁর সঙ্গেও নির্মাতাদের তরফে কেউ যোগাযোগ করেনি। এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার জন্যেই হয়তো মুখে কুলুপ এঁটেছেন আমির, মাধবন, শরমনরা! এবার প্রশ্ন, আদৌ কি হবে 'থ্রি ইডিয়টস' সিক্যুয়েল? নতুন বছরে চোখ থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিক্যুয়েলের চিন্তাভাবনাটা মজার হলেও সময়টা খুব একটা উপযুক্ত নয়: মাধবন।
  • মিস্টার পারফেকশনিস্ট বলছেন, থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলে কাজ করার জন্য আমি আগ্রহী কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কোনও প্রস্তাবই আসেনি।
Advertisement