shono
Advertisement
Pahalgam Terror Attack

পহেলগাঁও হামলার পর 'গৃহবন্দি' শোকস্তদ্ধ আমির! গেলেন না নিজের ছবির প্রিমিয়ারেও, কী বার্তা অভিনেতার?

শোকস্তব্ধ আমির খান কী জানালেন?
Published By: Sandipta BhanjaPosted: 12:09 PM Apr 25, 2025Updated: 08:06 PM Apr 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুধবারই গর্জে উঠেছিলেন বলিউডের 'খান সাম্রাজ্যে'র দুই প্রতিনিধি শাহরুখ এবং সলমন। কিন্তু সোশাল মিডিয়ায় আমির খানের (Aamir Khan) তরফে কোনওরকম শোকবার্তা দেখা যায়নি! এদিকে ইসলাম ধর্মাবলম্বী তারকাদের শোকবার্তা দেখে নেটপাড়ায় অনেকেই 'কুমীরের কান্না' বলে কটাক্ষ করা শুরু করছেন। সেই কারণেই কী 'চুপ' আমির খান? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কেন পহেলগাঁও হামলা নিয়ে কোনও শব্দ খরচ করেননি তারকা? এবার জানা গেল প্রকৃত কারণ।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনা আমির খানের মনে এতটাই প্রভাব ফেলেছে যে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। এমনকী যে সুপারস্টারকে প্রায় সিংহভাগ সিনেমার প্রিমিয়ারেই দেখা যায়, সেই তিনিই নিজের ছবির প্রিমিয়ারেও যাননি। রাজকুমার সন্তোষী পরিচালিত 'আন্দাজ আপনা আপনা' সিনেমাটি পুনরায় রিলিজ করছে ২৫ এপ্রিল। সলমন খান, আমির খান (Aamir Khan) অভিনীত যে সিনেমা নব্বইয়ের দশকে ঝড় তুলে দিয়েছিল বক্স অফিসে। মুক্তির প্রাক্কালে স্বাভাবিকভাবেই তারকাদের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল মুম্বইতে। আর সেখানেই গরহাজির আমির। অনুপস্থিতি নিয়ে কথা উঠতেই এবার মুখ খুললেন খোদ 'মিস্টার পারফেকশনিস্ট'।

সাংবাদিক সুভাষ কে ঝাঁয়ের সঙ্গে কথোপকথনে আমির জানিয়েছেন পহেলগাঁওয়ের ঘটনা তাঁর মনে গভীর ক্ষতর সৃষ্টি করেছে। অভিনেতার মন্তব্য, "কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, সেসমস্ত প্রতিবেদন পড়ছিলাম। নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করার ঘটনা আমার মনে মারাত্মক প্রভাব ফেলেছি। আমার মন একদম ভালো নেই। তাই প্রিমিয়ারে যাওয়ার মতো মানসিক পরিস্থিতিও ছিল না আমার।" 

ধর্ম নিরপেক্ষ দেশে একাধিকবার পদবীর জেরে 'দেশদ্রোহী' খোঁটা খেতে হয়েছে শাহরুখ-সলমন-আমিরদের। ২০১৫ সালে 'ভারত নিরাপদ নয়' মন্তব্য করে নিজে 'খাল কেটে বিতর্ক'কে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খান। দেশে 'ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশে' তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও দেশ ছাড়তে চাইছেন বলায় মারাত্মক কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল আমিরকে। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। তবে এক দশক আগের সেই বিতর্ক বর্তমানে অতীত। ভূস্বর্গে বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের নির্বিচারে হত্যা করায় নিজের মতো করে প্রতিবাদে সামিল হলেন আমির খান। এমন আবহে অনেক তারকাই সিনেমার প্রচার স্থগিত রেখেছেন তো কেউ বা আবার শো, কনসার্ট বাতিল করেছেন। কারও মন ভালো নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউড মাধ্যম সূত্রে খবর, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা আমির খানের মনে এতটাই প্রভাব ফেলেছে যে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন।
  • এমনকী যে সুপারস্টারকে প্রায় সিংহভাগ সিনেমার প্রিমিয়ারেই দেখা যায়, সেই তিনিই নিজের ছবির প্রিমিয়ারেও যাননি।
Advertisement