shono
Advertisement

Breaking News

Sitaare Zameen Par Box Office Collection

'লাল সিং চাড্ডা'র থেকেও পিছিয়ে! প্রথমদিনে কত কোটির ব্যবসা আমিরের 'সিতারে জমিন পর'?

প্রথমদিনের বক্স অফিস কালেকশন রীতিমতো হতাশ করেছে।
Published By: Arani BhattacharyaPosted: 02:57 PM Jun 21, 2025Updated: 03:36 PM Jun 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতিক্ষীত ছবি 'সিতারে জমিন পর'। মুক্তির পর এই ছবি ঠিক কতটা সাফল্য পায় বক্সঅফিসে সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। আসলে আমিরের এর আগের ছবি 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ার পর আমিরের এই ছবি সাফল্যের মুখ দেখে কিনা তা দেখার জন্যই উন্মুখ সকলে। কিন্তু সেই আশাতে কার্যত জল ঢেলে দিয়েছে বলা যায় আমিরের নতুন ছবি।

Advertisement

'সিতারে জমিন পর' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন(Sitaare Zameen Par Box Office Collection) রীতিমতো হতাশ করেছে। 'লাল সিং চাড্ডা'এর থেকেও ব্যবসার দিক থেকে পিছিয়ে রয়েছে 'তারে জমিন পর'এর এই স্পিরিচুয়াল সিক্যুয়েল। মুক্তির পর প্রথমদিনে বক্সঅফিসে 'লাল সিং চাড্ডা' ব্যবসা করেছিল ১১.৭ কোটি টাকার। আর 'সিতারে জমিন পর' ব্যবসা করল প্রথম দিন ১১.৫ কোটি টাকার। কাজেই বলা যায় বাণিজ্যিক দিক থকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলিউডের নতুন এই স্পোর্টস ড্রামা। অন্যদিকে ২০০৭ সালে 'তারে জমিন পর'এর বক্স অফিস কালেকশন ছিল প্রথমদিনে ২ কোটি টাকা।

তবে ছবির বক্সঅফিস কালেকশনের দিক থেকে পিছিয়ে থাকলেও এ ছবির দর্শক বলছেন তাঁরা নাকি এই ছবি দেখে আনন্দ পেয়েছেন। ছবিতে দেখা যাবে আমির খানের পাশাপাশি জেনেলিয়া দেশমুখকে। একইসঙ্গে দশজন বিশেষভাবে সক্ষম অভিনেতা-অভিনেত্রীর এই ছবির হাত ধরে ফিল্মি দুনিয়ায় অভিষেক ঘটেছে। আপাতত সপ্তাহান্তে আমিরের ছবি বক্সঅফিসে কতটা ছাপ ফেলতে পারে ও কতটা বাণিজ্যিকভাবে সাফল্য পায় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'লাল সিং চাড্ডা'এর থেকেও ব্যবসার দিক থেকে পিছিয়ে রয়েছে 'তারে জমিন পর'এর এই স্পিরিচুয়াল সিক্যুয়েল।
  • মুক্তির পর প্রথমদিনে বক্সঅফিসে 'লাল সিং চাড্ডা' ব্যবসা করেছিল ১১.৭ কোটি টাকার। আর 'সিতারে জমিন পর' ব্যবসা করল প্রথম দিন ১১.৫ কোটি টাকার।
  • কাজেই বলা যায় বাণিজ্যিক দিক থকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলিউডের নতুন এই স্পোর্টস ড্রামা।
Advertisement