সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক বছর আগে মেয়ের বিয়ে দেন। কিন্তু বছর দুই ধরে তাঁর সঙ্গে দেখাই হয়নি পরিবারের। এমনকী ফোনেও কথা হয়নি তাঁদের। জামাইকে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করলেও বিষয়টি এড়িয়ে যেতেন তিনি। উদ্বিগ্ন হয়ে শনিবার মেয়ের শ্বশুরবাড়িতে পুলিশ নিয়ে যেতেই চক্ষুচড়ক গাছ বাবা-মা! 'খুন' হয়েছেন মেয়ে, দেহ পোঁতা বাড়ির অদূরে! ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার কঙ্কাল!
ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনর এলাকায়। দু'বছর আগে ২৮ বছর বয়সি আফিসাকে খুন করে বাড়ির কাছে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী, দেওর ও তাঁদের কাকিমার বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের শেষের দিকে থেকে। হঠাৎই আসিফার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাঁর বাব-মার। জামাইকে বারবার মেয়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার কথা বললেও তিনি বিভিন্ন কারণ দেখিয়ে এড়িয়ে যেতেন বলে অভিযোগ। এদিকে মেয়ে বাড়িতেও আসেন না। আসিফা সংসারে ব্যস্ত ভেবে প্রথম দিকে বিষয়টি আমল দেননি পরিবারের সদস্যরা।
কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ায় পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবার। তারপরই শনিবার পুলিশ হাজির হয় আসিফার শ্বশুরবাড়িতে। সেখানে তাঁকে দেখতে না পেয়ে স্বামীকে জেরা করেন তদন্তকারীরা। তারপরই উদ্ধার হয় কঙ্কাল। পুলিশের দাবি, আসিফার স্বামী কামিল জেরায় স্বীকার করেছেন তিনি স্ত্রীকে খুন করে, দেহ পাশের জায়গায় পুঁতে দিয়েছে। এই ঘটনায় তাকে সাহায্য করে তার ভাই আদিল ও তাঁদের কাকিমা। কেন খুন? তাঁদের সন্দেহ ছিল আসিফা বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই কারণেই বিবাদ। তার জেরেই খুন!
পুলিশের এক আধিকারিক বলেন, "ধৃতদের বাড়ির কাছ থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কামিল ও আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা স্বীকার করেছে তাঁরা আসিফকে খুন করেছেন।" কঙ্কালটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।