shono
Advertisement

Breaking News

Malaika Arora

'বাড়ির বউ মুন্নি বদনাম নাচবে না', মালাইকার 'শরীর দেখানো'য় আপত্তি ছিল সলমন-আরবাজের!

সলমন-আরবাজের পরিবারে 'পোশাক ফতোয়া'র শিকার হন মালাইকা!
Published By: Sandipta BhanjaPosted: 06:12 PM Sep 09, 2025Updated: 06:12 PM Sep 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের একসময়কার 'পাওয়ার কাপল'। একে-অপরের প্রেমে পাগল ছিলেন। হারাতেন চোখে! কিন্তু ২০১৬ সালে আরবাজ-মালাইকার সম্পর্কের ছন্দপতন ঘটে। তার পরের বছরই ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তারকাদম্পতির। দু' দশকের দাম্পত্য ভাঙার পর মালাইকা অরোরা অবশ্য এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু! তবে শোনা যায়, খান পরিবারের 'পোশাক ফতোয়া' নিয়ে নাকি বরাবরই মালাইকার সঙ্গে মন কষাকষি হত আরবাজ খানের। ২০১০ সালে 'দাবাং' সিনেমার সময়ও আরবাজকে রাজি করাতে গিয়ে বেগ পেতে হয়েছিল 'মুন্নি' মালাইকাকে! ঠিক কী ঘটেছিল? পনেরো বছর বাদে অতীতের তিক্ত স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন পরিচালক অভিনব কাশ্যপ।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দাবাং' পরিচালক জানিয়েছেন, সলমন এবং আরবাজ উভয়েই চাননি তাঁদের বাড়ির বউ 'মুন্নি বদনাম হুই'র মতো আইটেম ডান্স করুক। এমনকী অভিনেত্রীর খোলামেলা পোশাক নিয়েও আপত্তি তুলেছিলেন ভাসুর সলমন ও স্বামী আরবাজ খান। শুধু তাই নয়, স্বামীকে রাজি করাতে গিয়ে নাকি রীতিমতো বেগ পেতে হয়েছিল স্ত্রী মালাইকাকে। ঠিক কী ঘটে 'দাবাং'-এর শুটিংয়ে? পরিচালক অভিনব জানিয়েছেন, "দুই ভাই মুখে যাই বলুক না কেন, আসলে ওঁরা খুবই রক্ষণশীল মুসলিম। পোশাক নিয়ে সলমনের সঙ্গে মালাইকারও নিজস্ব মতবিরোধ ছিল। ওঁরা চায় ওঁদের বাড়ির মহিলাদের ঢেকে রাখা হোক। সেইজন্যই সলমন-আরবাজ চাননি যে বাড়ির বউ হয়ে মালাইকা আইটেম ডান্সে পারফর্ম করুক। তবে মালাইকাই ওঁদের বুঝিয়েছিলেন যে, 'মুন্নি বদনাম হুই' গানটিকে শুধুমাত্র আইটেম নম্বর হিসেবে না দেখে নৃত্যশৈলী হিসেবে বিবেচনা করা হোক। বহু কাঠখড় পোড়ানোর পর শেষমেশ মত দিয়েছিলেন আরবাজ খান।"

সেই সাক্ষাৎকারেই অভিনব কাশ্যপের সংযোজন, "মালাইকা আসলে স্বাধীনচেতা মানুষ। নিজের শর্তে চলতে ভালোবাসেন। তাই যখন এই আইটেম নম্বরের প্রস্তাব তাঁকে দেওয়া হয়, তিনি একবাক্যে রাজি হয়ে গিয়েছিলেন। তবে বাদ সাধেন সলমন-আরবাজ! যদিও পরবর্তীতে সকলেই জানেন, গানটি বহু রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে।" প্রসঙ্গত, সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে 'পেটে লাথি মারা'র অভিযোগ এনেছেন অভিনব কাশ্যপ। তাঁর দাবি, "ষড়যন্ত্র করে 'দাবাং ২'-এর পরিচালকের আসন থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। খান পরিবার আমার কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। সলমনের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ।" এবার মালাইকা-আরবাজের সম্পর্কের ভাঙন নিয়ে বিস্ফোরক অনুরাগ কাশ্যপের ভাই তথা পরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যায়, খান পরিবারের 'পোশাক ফতোয়া' নিয়ে নাকি বরাবরই মালাইকার সঙ্গে মন কষাকষি হত আরবাজ খানের।
  • সলমন-আরবাজ চাননি যে মালাইকা আইটেম ডান্সে পারফর্ম করুক।
  • পনেরো বছর বাদে অতীতের তিক্ত স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন পরিচালক অভিনব কাশ্যপ।
Advertisement