সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ঝামেলা অতীত! বলিপাড়ার অন্দরমহলে বর্তমানে কান পাতলে শোনা যায়, নতুন ইনিংস শুরু করেছেন অভিষেক-ঐশ্বর্য। সম্প্রতি দোলের আগে 'হোলি কা দহন' অনুষ্ঠানেও সেই সমীকরণ ধরা পড়েছে জলসায়। এবার 'সিঙ্গল' অর্জুন কাপুরকে বিয়ে নিয়ে টিপস দিলেন জুনিয়র বচ্চন।

কথায় বলে, সময়ই সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya Rai, Abhishek Bachchan) ক্ষেত্রেও সম্ভবত সেকথা প্রযোজ্য। জুনিয়র বচ্চন দম্পতির দাম্পত্য কলহ প্রায় বছরখানেক ধরেই চর্চার শিরোনামে। নিন্দুকদের চর্চার অন্ত নেই! গত ডিসেম্বরেই ডিভোর্সের জল্পনায় জল ঢেলে একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন তাঁরা। এমনকী মেয়ে আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছে। ভাঙা সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য। এবার নিজের দাম্পত্য কলহ মিটিয়ে ব্যাচেলর অর্জুন কাপুরকে বিয়ের টিপস দিলেন অভিষেক বচ্চন। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আপাতত সিঙ্গল-ই রয়েছেন অভিনেতা। বরং প্রেম-বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই দার্শনিক পোস্ট শেয়ার করেন অর্জুন। এবার ১৭ বছরের দাম্পত্যের অভিজ্ঞতা থেকে অভিষেক তাঁকে কোন টিপস দিলেন?
বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্জুন-অভিষেক। যেখানে 'আই ওয়ান্ট টু টক' সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জুনিয়র বচ্চন। বিগত দুই দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। সেই অনুষ্ঠানেই দাম্পত্য নিয়ে দুই তারকার কথোপকথন শুনে হাসির রোল পড়ে যায় দর্শকাসনে। অর্জুন মজাচ্ছলে অভিষেককে প্রশ্ন ছোড়েন, "আপনার জীবনে এমন কেউ রয়েছেন, যে আপনাকে 'আই ওয়ান্ট টু টক' বললে আপানর টেনশন বেড়ে যায়?" জবাবে জুনিয়র বচ্চন বলেন, এখনও তোমার বিয়ে হয়নি তো, যখন হবে, তখন এই উত্তর নিজে থেকেই পেয়ে যাবে। এখানেই অবশ্য থামেননি অভিষেক। তাঁর সংযোজন, "স্ত্রী যখনই ফোন করে তোমাকে বলবে, 'আমার কিছু কথা আছে', বুঝে নিও বাবা তুমি বড়সড় সমস্যায় পড়তে চলেছো।" অভিষেক-অর্জুনের এহেন রসিক কথপোকথন শুনে হেসে গড়িয়ে পড়েন দর্শকরা।