সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের 'কিং' ছবিতে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) যে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, সেকথা গতবছরই জানা গিয়েছিল। এবার নতুন খবর, জুনিয়র বচ্চনকে নিয়ে বড়সড় পরিকল্পনা রয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের। অভিষেক এমন ভয়ানক খলচরিত্রে ধরা দেবেন, যে অবতারে আগে কখনও তাঁকে দেখেনি দর্শকরা।

বলিউডের বক্স অফিসের অঙ্কে খান-কাপুরদের তুলনায় অভিষেক বচ্চন অনেকটা পিছিয়ে থাকলেও, তাঁর অভিনয় বরাবরই সিনেসমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। খলনায়কের চরিত্রেও তিনি যে সমান সাবলীল, তার স্বাক্ষর রেখেছেন 'ইউভা' 'রাবণ', 'ভোলা', 'বব বিশ্বাস'-এর মতো একাধিক ছবি। যেগুলিতে নেতিবাচক চরিত্রে বাজিমাত করেছেন জুনিয়র বচ্চন। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন শাহরুখের বিগবাজেট সিনেমা 'কিং'। শোনা যাচ্ছে, বহুপ্রতীক্ষিত এই সিনেমার জন্য চেহারার গড়ন বদলে ফেলবেন অভিষেক বচ্চন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরমার্শে তিনি নাকি ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, শাহরুখ এবং অভিষেক দুজনেই একেবারে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন ছবিতে। দর্শকদের জন্য দারুণ চমক অপেক্ষা করছে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, সিদ্ধার্থ আনন্দ খুব যত্ন করে অভিষেকের চরিত্রটি সাজিয়েছেন তিনি। কারণ অ্যাকশন প্যাকড এই সিনেমায় জুনিয়র বচ্চন বিশেষ লুকে ধরা দেবেন। ভয়ংকর খলচরিত্রের জন্য পরিচালক আরেকটু রোগা চেহারা চাইছেন। বাধ্য ছাত্রের মতো জুনিয়র বচ্চন ইতিমধ্যেই জিমে ঘাম ঝরানো শুরু করেছেন। পর্দায় শাহরুখ-অভিষেকের যুদ্ধ দেখতে যে দর্শকরা মুখিয়ে থাকবেন, সেকথা হলফ করে বলা যায়। উপরি পাওনা, প্রথমবার পর্দায় কন্যা সুহানার সঙ্গে একফ্রেমে দেখা যাবে শাহরুখকে। ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার 'হ্যান্ডলার'-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। চলতি বছরের মে-জুন মাসে কিং ছবির শুটিং শুরু হওয়ার কথা। মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুরকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল।