সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে টেলি পর্দায় রমরমিয়ে চলছে তাঁর ধারাবাহিক। শুটিংয়ের চাপ রয়েছে বেশ। একইসঙ্গে চলছে মধুমিতার নতুন ছবি 'অটবী'র শুটিং। তাঁর মধ্যেই চলছে নায়িকার বিয়ের তোরজোড়। সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিতে এই প্রথমবার দেখা যাবে মধুমিতাকে। এর তাই বলা যায় বছর শেষে নতুন অনেক কিছুই ঘটছে অভিনেত্রীর জীবনে। আর তার হাত ধরেই নতুন বছরে নতুন সবকিছুর হাত ধরেই জার্নি শুরু করবেন মধুমিতা। এরই মাঝে কীভাবে নিজের বিশেষ দিনটা উদযাপন করবেন সবটাই ভেবে ফেলেছেন তিনি।
বিয়ের দিনক্ষণ এখনও সঠিকভাবে নির্ধারিত না হলেও শোনা যাচ্ছে যে, মধুমিতার নাকি বিয়ের দিনের জন্য চিরাচরিত লাল শাড়িই পছন্দ। লাল বেনারসিতেই এদিন সাজার পরিকল্পনা করেছেন তিনি। তবে রিশেপসনে কীভাবে সাজবেন বা কী শাড়ি পড়বেন তা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি। তবে সময় পেলেই নাকি কেনেকাটা করছেন তিনি। শুহু তাই নয়, শুটিংয়ের ফাঁকে নাকি প্রিয়জনেদের কাছে আইবুড়োভাত খেতেও নাকি যাচ্ছেন অভিনেত্রী। পছন্দের ভেটকি পাতুরি, বিরিয়ানি, পোলাও দিয়েই নাকি আইবুড়োভাত খাওয়ার ইচ্ছা অভিনেত্রীর। শুধু তাই নয়, নিজে বাঙালি পদ ভালোবাসেন বলে বিয়ের মেনুতেও নাকি বাঙালি সুস্বাদু সব পদ রাখবেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের পুজোর সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার। প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর জীবনে নতুন মানুষ আসার কথা। তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় মধুমিতা ও দেবমাল্য দু’জনের নানা মিষ্টি মুহূর্ত। মধুমিতা-দেবমাল্যর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। দ্বিতীয়বার যে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তা আগে নিশ্চিত করলেও সঠিক দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি কিছুই। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে নতুন বছরে ২৩ জানুয়ারিই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা। এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটালকে মধুমিত্রা জানিয়েছিলেন যে, দু'টো দিন নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভেন্যু পাওয়ার উপর নির্ভর করবে তাঁর বিয়ের দিন।
