সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধর' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। আর তারপর থেকেই আরও একবার চর্চায় উঠে এসেছেন অভিনেতা অর্জুন রামপাল। তাঁর মাঝেই নিজের ব্যক্তিগত জীবনকে তুলে ধরলেন সকলের সামনে। যা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল বেড়েছে। নিজের বিয়ে-বাগদান নিয়ে মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর পডকাস্ট শোতে এসে অর্জুন ভাগ করে নেন দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে তাঁর রসায়ন। রিয়াকে জানান তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে অকপটে। একইসঙ্গে এই নিয়ে মুখ খলেন তাঁর দীর্ঘ ছ'বছরের প্রেমিকা গ্যাব্রিয়েলাও। কথায় কথায় তাঁদের বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, "আমাদের দু'জনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই নিয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই তো কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?" সঙ্গে সঙ্গে তাঁর ভুল শুধরে নিয়ে অর্জুন বলেন, "তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।" যা শুনে রিয়া রীতিমতো অবাক হয়ে যায়।
উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের প্রায় ছ'বছরের সম্পর্ক। এই সম্পর্কে জড়ানোর আগে অর্জুন গাঁটছড়া বেঁধেছিলেন মডেল মেহর জেসিয়ার সঙ্গে ১৯৯৮ সালে। সেই বিয়ে থেকে দুই সন্তান রয়েছে অর্জুন ও মেহরের। মাহিকা রাম্পাল ও মাইরা রামপাল। কিন্তু সেই বিয়ে ২০১৯ সালে ভেঙে যায়। ওই বছর থেকেই গ্যাব্রিয়ালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন।
