shono
Advertisement

Breaking News

ফের ছোটপর্দায় আবির চট্টোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা যাবে টলি অভিনেতাকে?

টেলিপর্দা থেকেই আবিরের কেরিয়ার শুরু হয়।
Posted: 09:10 AM Mar 10, 2023Updated: 09:10 AM Mar 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টেলি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন টলিউডের হ্যান্ডসাম নায়ক আবির চট্টোপাধ্যায়। যে টেলিপর্দা থেকে আবিরের কেরিয়ার শুরু হয়। সেই ছোটপর্দাতেই ফের দেখা যাবে আবিরকে। ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়েছিলেন আবির। তারপর ২০০৯ সালে ক্রশ কানেকশন ছবি থেকে বড়পর্দায় পা দেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। বক্স অফিসে একের পর এক হিট ছবি দিয়েছেন। ব্য়োমকেশ, ফেলুদা হয়ে মন জিতেছেন। তবে এবার ফের পুরনো স্রোতে গা ভাসান। কিন্তু এখানেই গল্পে টুইস্ট। পুরোপুরি ধারাবাহিকে নয়। বরং ‘সান বাংলা’র জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’র এক পর্বে দেখা যাবে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: বাবাকে জড়িয়ে ধরে রাখব! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সতীশ কৌশিকের ১০ বছরের মেয়ের]

‘সাথী’ ধারাবাহিকে শুরু হয়েছে বিনোদনের মহা পার্বণ। গোটা মাস জুড়ে এই ধারাবাহিকে থাকবে চমক। সেখানেই হাজির হবে আবির। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নামও আবির। অভিনেতা ওম ওরফে ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়র এবং বন্ধুর চরিত্রে দেখা যাবে আবিরকে। আবিরের কথায়, ”বহুদিন পর টেলিভিশনে কাজ করতে পেরে সত্য়িই ভাল লাগছে। আশা করি দর্শক আমাকে পছন্দ করবে। এখানে আমায় দর্শক দেখবেন আবির চট্টোপাধ্যায় রূপে।”

[আরও পড়ুন: ‘এমার্জেন্সি’ ছবিতে শেষবার দেখা যাবে সতীশ কৌশিককে, অভিনেতার মৃত্যুতে কী লিখলেন পরিচালক কঙ্গনা? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement