সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ডি বিচে জঙ্গি হামলায় (Bondi Beach Attack) আতঙ্কিত গোটা অস্ট্রেলিয়া। উৎসবের সময়ে এহেন নাশকতা মানতে পারছেন না সেদেশের আমজনতা। সেই কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। আহতদের সাহায্যের জন্য তাঁর আবেদন, যত দ্রুত সম্ভব সকলে যেন রক্তদান করেন। সেই রক্ত ব্যবহৃত হবে জঙ্গি হামলায় জখমদের চিকিৎসায়।
পর্যটকদের কাছে ‘স্বর্গ’ সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালি বেলাভূমি। একে একে ১৬ জনের প্রাণ যায়। ইহুদিদের উৎসবে নির্বিচারে গুলি চালিয়ে যে দুজন ১৬ জনের হত্যা করেছে তারা হল সাজিদ আক্রম (৫০) ও তার পুত্র নবিদ আক্রম (২৪)। জানা যাচ্ছে, এই পিতা-পুত্র পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বন্ডি বিচে গুলিবৃষ্টিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন, সেকথা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তারপরেই দেশবাসীর কাছে আবেদন সিডনির ভূমিপুত্র কামিন্সের। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'বন্ডি বিচে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। যাঁদের পক্ষে সম্ভব, দয়া করে সকলে রক্তদান করুন।' হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, একজন আহত ব্যক্তিকে অন্তত ১০০ জনের রক্তদান প্রয়োজন।
উল্লেখ্য, কামিন্সের মানবিকতার নিদর্শন আগেও দেখেছে বিশ্ব। করোনা অতিমারীর সময়ে প্রধানমন্ত্রীর PM CARES তহবিলে দান করেন ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা। ভারতে আইপিএল খেলার সময়ে এই অনুদান দিয়েছিলেন। এবার নিজের দেশের মানুষের পাশে দাঁড়িয়ে যেন প্রকৃত অধিনায়কের উদাহরণ পেশ করলেন কামিন্স।
