Advertisement
ভিক্যাট থেকে রাহিয়া, চলতি বছর মা-বাবা হওয়ার সুখ পেলেন কারা?
দেখে নিন সেসব সেলেব্রিটি জুটিদের।
সম্পর্ক ভাঙাগড়ার মুখে পড়েছেন বহুবার। পর্দার নামী নায়করা কথা দিলেও বাস্তবে কথা রাখেননি। আর সেই ভাঙা মন কাছে টেনে জুড়ে দিয়েছিলেন বয়সে ছোট, তুলনায় কম বিখ্যাত প্রেমিক ভিকি কৌশল। তিনিই ক্যাটরিনা কাইফের জীবনে প্রেমের খাঁটি প্রদীপ জ্বেলে দিয়েছেন। তা বুঝতে দেরি করেননি ক্যাটও। কোভিডকাল কাটতেই, ২০২১ সালে একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন 'ভিক্যাট'। তার চার বছর পর দু'জনের পরিবার তিনজন হল। নভেম্বরের ৭ তারিখ মাতৃত্বের সুখ পেয়েছেন ক্যাটরিনা। জীবনে নতুন স্পর্শ পেলেন সেলেব দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম।
'শেরশাহ' সিনেমার অনস্ক্রিন জুটি যে কখন অফস্ক্রিনেও মিলে গিয়েছিল, কেউ বিশেষ বুঝতে পারেনি। তবে হৃদয়ের কথা বোঝার পর আর দেরিও করেননি বলিউডের মিষ্টি নায়িকা কিয়ারা আডবাণী ও 'হ্যান্ডসাম হাঙ্ক' সিদ্ধার্থ মালহোত্রা। ২০২৩ সালে স্বপ্নের বিয়েতে চারহাত এক হয় তাঁদের। আর এবছর তাঁদের কোল আলো করে এল ছোট্ট মেয়ে সারায়া। জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা। মেয়ের আগমন জীবন বদলে দিয়েছে বলে সোশাল মিডিয়া পোস্টে উচ্ছ্বাসের ফল্গুধারা বইয়ে দিয়েছেন গ্ল্যামার গার্ল। ছবি: ইনস্টাগ্রাম।
অনেকদিন ধরেই বন্ধু্ত্বের আড়ালে প্রেমের ঢেউ উঠেছিল। উপরের আপাত শান্ত জলে সেই আলোড়ন পড়েনি। শেষমেশ আর রাখঢাক নয়, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের 'বন্ধু' তথা রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর পরের বছর আলোর উৎসব একেবারে সার্থক হয়ে গেল চাড্ডা ও চোপড়া পরিবারে। দীপাবলির আগের দিনই ঘরে এসেছে পুত্র সন্তান। প্রকৃতিপ্রেমী দম্পতি ছেলের নামও রেখেছেন প্রকৃতির নামে। নীর হলেন রাঘব-পরিণীতির সংসারে আনন্দের কেন্দ্রবিন্দু। ছবি: ইনস্টাগ্রাম।
ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম নির্ভরযোগ্য সদস্য। বহু কঠিন অবস্থা থেকে টিম ইন্ডিয়াকে স্বস্তিজনক জায়গায় নিয়ে এসেছে এই কন্নড় ব্যাটার কে এল রাহুল। ব্যক্তিগত জীবনের পিচেও অবশ্য তাঁর পারফরম্যান্স একেবারে মসৃণ। দীর্ঘদিনের বান্ধবী তথা বলি অভিনেত্রী-মডেল আথিয়া শেট্টিকে বিয়ে করেছিলেন ২০২৩ সালে। আথিয়ার অবশ্য আরও এক পরিচয় আছে। বলিউডের 'মাচো' অভিনেতা সুনীল শেট্টির মেয়ে তিনি। দু'বছরের মাথায়, চলতি বছরের মার্চে রাহুল-আথিয়ার কোলে এল ফুটফুটে মেয়ে ইভারা। শুধু দুই পরিবারই নয়, আইপিএল চলাকালীন ইভারার আগমনে রাহুলের শিবির দিল্লি ক্যাপিটালসও সেলিব্রেট করেছিল।ছবি: ইনস্টাগ্রাম।
ওড়নায় বাংলা অক্ষরে প্রেমের বার্তা লিখে বিয়ের সময় নজর কেড়েছিলেন বলিউডের 'নিউটন' রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখা। বলিউডের অন্যতম সুখী দম্পতি রাজকুমার-পত্রলেখা। ২০২৫ সালটা তাঁদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে রইল। বছরের শেষদিকে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা। সেই আনন্দে পাপারাজ্জিদের নিজে হাতে মিষ্টি বিলি করেছিলেন সদ্য বাবা রাজকুমার রাও। তাঁর এই সৌজন্য প্রশংসা কুড়িয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
মালাইকা অরোরা খানের সঙ্গে প্রথম বিয়ে, পিতৃত্ব। ২০১৭ সালে বলিউডের 'মু্ন্নি'র সঙ্গে বিচ্ছেদের ৬ বছর পর প্রেমিকা সুরাকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা আরবাজ খান। এবছর দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ। অক্টোবরে লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মী এসেছে আরবাজ-সুরার পরিবারে। কোরানের পবিত্রতা বজায় রেখে সেই মেয়ের নামকরণ করেছেন জ্যেঠু সলমন খান। ৩ মাসের কন্যার নাম সিপারা খান। এখন মেয়েকে নিয়ে খুশিতে ডগমগ আরবাজ-সুরা।ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করে বলিপাড়ায় বেশ আলোড়ন তুলেছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। ২০২৩ সালে অবশ্য সন্তান জন্মের আগে মার্কিন প্রেমিক মাইকেল ডোলানকে বিয়ে করেন। তাঁদের কোলে এসেছিল ছেলে কোয়া। বছর দেড়েকের কোয়া এবার পেল ছোট্ট ভাইকে। জুনে জন্মেছে ইলিয়ানা-মাইকেলের দ্বিতীয় সন্তান কিয়ানু রেফ ডোলান। সোশাল মিডিয়া পোস্টে সেই আনন্দের খবর শুনিয়েছেন 'রুস্তম' গার্ল। ছবি: ইনস্টাগ্রাম।
একসময়ে ক্রিকেট মাঠ কাঁপিয়েছেন। জাতীয় দল থেকে অবসরের পর আপাতত কোচ হিসেবে ক্রিকেট জগতে নিজের অবদান রেখে চলেছেন। এই বছরটা অবশ্য খুব স্পেশাল ফাস্ট বোলার জাহির খানের কাছে। এবছর বাবা হয়েছেন তিনি। ২০১৭ সালে বলি অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ে হয় জাহিরের। এপ্রিল মাসে জাহির-সাগরিকার সংসারে নতুন অতিথির আগমন হয়েছে। পুত্রসন্তানের নাম তাঁরা রেখেছেন ফাতেহসিন খান। সোশাল মিডিয়ায় খুদের সঙ্গে নিজেদের ছবি শেয়ার করেছিলেন এই সেলেব দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম।
পাত্র বাড়ির পছন্দের নয়, তাই একপ্রকার পরিবার ছেড়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ছোটপর্দার 'খলনায়িকা' অহনা দত্ত। স্বামী দীপঙ্করের সঙ্গে ২০২৩ সালে আইনি বিয়ের মাত্র ২ বছরের মধ্যেই কোলে এসেছে ফুটফুটে কন্যা মীরা। চলতি বছরের জুলাই মাসে মাত্র ২১ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন অহনা। সাড়ে ৩ মাসের মেয়েকে বাড়িতে রেখে শুটিং ফ্লোরে ফিরেছেন অহনা। অন্যদিকে, ছোটপর্দার আরেক জুটি সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরীও এবছর প্রথমবার বাবা-মা হয়েছেন। দু'জনের সংসার তিনজন হয়েছে কন্যারত্নের দৌলতে। মেয়েকে নিয়ে মহা আনন্দে সেলেব জুটি। ছবি: ইনস্টাগ্রাম।
বছরের প্রথমেই সুখবর এসেছে টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের পরিবারে। বিয়ের তিনমাসের মধ্যে মা হয়েছেন তিনি। জানুয়ারির ৩১ তারিখ রূপসা ও সায়নদীপের দু'জনের পরিবার তিনজন হয়েছে। ছেলে অগ্নির মা হওয়ার পাঁচ মাস পরই আবার নিজের কেরিয়ারে ফিরেছেন রূপসা। অভিনয় শুরু করেছেন ধারাবাহিকে। ছবি: ইনস্টাগ্রাম।
সামান্য ব্যবধানের জন্য হাতছাড়া হয়েছিল অলিম্পিক পদক। সেই দুঃখ ভুলিয়ে দিয়েছে নতুন সদস্য। বিয়ের সাত বছর পর দুই থেকে তিন হয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগাট। এবছর জুলাই মাসে ভিনেশ ও সোমবীর রাঠির কোল আলো করে এসেছে পুত্রসন্তান। মায়ের ভূমিকা পালনের সঙ্গে সঙ্গেই আবার তিনি কেরিয়ারে মন দিয়েছেন। সদ্যই ৫ মাসের সন্তানকে নিয়ে ভিনেশ ঘোষণা করেছেন, ২০২৮ সালের অলিম্পিকে অংশগ্রহণ করবেন। অন্যদিকে, বঙ্গ ফুটবলের নামী ব্যক্তিত্ব, মোহনবাগানের নামী ফুটবলার শিল্টন পাল এবছর দ্বিতীয়বার বাবা হয়েছেন। আগস্টে স্ত্রী সায়নার কোলে এসেছে পুত্রসন্তান। ২০২২ সালে প্রথম পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন শিল্টন। সেবারও ছেলের বাবা হয়েছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Sucheta SenguptaPosted: 07:02 PM Dec 15, 2025Updated: 07:21 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
