shono
Advertisement

Breaking News

ঐশ্বর্য ঘর ছাড়তেই মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ উপহার অমিতাভের, বিগ বির এই বাংলো নিয়েই যত অশান্তি!

অমিতাভের বাংলো 'প্রতীক্ষা'র দাম কত জানেন?
Posted: 10:31 AM Nov 25, 2023Updated: 11:04 AM Nov 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারের অন্দরে রোজ রোজই নতুন নতুন ফ্যামিলি ড্রামা। নিন্দুকরা বলছেন, যে কোনও টেলিভিশন ধারাবাহিককে নাকি টেক্কা দিতে পারে এই বাড়ির সাম্প্রতিক কিছু ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিন আগেই অমিতাভের বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠেছেন ঐশ্বর্য রাই বচ্চন। গুঞ্জনে রয়েছে, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্য়ই নাকি ঐশ্বর্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক এরই মাঝে অমিতাভ ঘটালেন আরেক কাণ্ড! দুম করে শ্বেতাকে উপহার দিলেন তাঁর সাধের বাংলো ‘প্রতীক্ষা’।

Advertisement

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অমিতাভ বচ্চন জানিয়ে ছিলেন, ‘প্রতীক্ষা’ বাংলোটি তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন তাঁকে উপহার দিয়েছিলেন। সঙ্গে লিখেছিলেন একটি কবিতাও। কবিতায় লিখেছিলেন, ”এখানে সবার আমন্ত্রণ কাউকে প্রতীক্ষা করতে হবে না এই বাড়িতে আসার জন্য।” সেই ‘প্রতীক্ষা’ই বিগ বি এবার উপহার দিলেন মেয়ে শ্বেতাকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘প্রতীক্ষা’য় দুটো প্লট আছে একটি ৮৯০.৪৭ স্কোয়ার ফুটের আরেকটি ৬৭৪ স্কোয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফট ডিড সই করা হয়েছে বলেই খবর। সূত্র বলছে এই বাংলোর দাম ৫০ কোটি টাকা! 

[আরও পড়ুন: ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিত-জীতুর ‘মানুষ’]

অন্যদিকে, গুঞ্জনে রয়েছে ঐশ্বর্যকে নিয়ে বচ্চন পরিবারের তুমুল অশান্তি। জয়া বচ্চন, শ্বেতার জন্য়ই নাকি অভিষেক-ঐশ্বর্যর সুখের সংসার আগুন। নিন্দুকরা বলছেন, তাহলে কি ননদ শ্বেতাকে বাংলো গিফট করার কারণেই ঐশ্বর্য রাগে ফুঁসছেন? গুঞ্জনে শোনা যায়, অভিষেককে নিয়ে নাকি বিগ বির আরেক বাংলো ‘জলসা’ ছেড়ে ‘প্রতীক্ষা’য় থাকার প্ল্যান করেছিলেন ঐশ্বর্য। হঠাৎ করে সেই ‘প্রতীক্ষা’ হাতছাড়া হতেই নাকি ক্ষেপে লাল জুনিয়ার বি ঘরনি। তবে এসব নিয়ে মুখ কুলুপ এঁটেছে পুরো বচ্চন পরিবার।

[আরও পড়ুন: ‘শাহরুখ আর আমি জয়-বীরু, আমির তুমিও এসো’, ফাঁস সলমনের ‘মহাগটবন্ধন’ প্ল্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement