shono
Advertisement
Deepika Padukone

বৃষ্টি ভিজে রিকশায় প্রেম, 'ব্রেকআপ আমিই করেছিলাম', হঠাৎ আবির্ভাব দীপিকার প্রাক্তনের!

দীপিকার 'প্রাক্তনে'র দাবি ঘিরে চলছে জোর কাটাছেঁড়া।
Published By: Sayani SenPosted: 08:57 PM Jun 05, 2025Updated: 08:57 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কাজ। আর অন্যদিকে রণবীর ও ছোট্ট দুয়াকে নিয়ে সুখের সংসার দীপিকা পাড়ুকোনের। তারই মাঝে হঠাৎ আর্বিভাব দীপিকার 'প্রাক্তন' মুজাম্মিল ইব্রাহিমের। তাঁর দাবি ঘিরে চলছে জোর কাটাছেঁড়া।

Advertisement

বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন মুজাম্মিল ইব্রাহিম। বছর দুয়েক ধরে দীপিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি করেন। জানান, "সেই সময় সবে সবে মুম্বইতে এসেছেন দীপিকা। অভিনয় জগতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। সেই সময় আমি বড় তারকা ছিলাম। দীপিকার সঙ্গে মন দেওয়া নেওয়া। বছর দুয়েক আমাদের সম্পর্ক ছিল।"

দীপিকার 'প্রাক্তন' প্রেমিক মুজাম্মিল ইব্রাহিম

প্রেমের সম্পর্কে থাকাকালীন কীভাবে একসঙ্গে ভালো সময় কাটিয়েছেন, সে স্মৃতি রোমন্থন করেন মুজাম্মিল। বলেন, "সেই সময় আমরা অনেক ছোট ছিলাম। হাতে টাকাপয়সা কম। তাই বৃষ্টি ভিজে রিকশায় বসে প্রেম করতাম। তারপর আমি একটা গাড়ি কিনলাম। দীপিকা খুব খুশি হয়েছিল। তারপর থেকে আর কোনওদিন রিকশায় বসে সময় কাটাতে হয়নি আমাদের।" দীপিকার জন্মদিনের স্মৃতিও উজাড় করে দেন মুজাম্মিল। বলেন, "এক ডিজে বন্ধু ছিলেন দীপিকার। সে কারণে একবার জন্মদিনে খুবই আনন্দ হয়েছিল। দীপিকার প্রিয় গান লুপে চালিয়ে খুব মজা করেছিলাম আমরা। তারপর থেকে ওর পছন্দই আমার কাছে প্রথম গুরুত্ব পেত।" বিচ্ছেদের প্রসঙ্গ আসলে আজও যেন মন কাঁদে দীপিকার 'প্রাক্তনে'র। তবে সেই সময় নিজেই নাকি সম্পর্ক ভাঙেন। তিনি বলেন, "আজ আর আমাদের সম্পর্ক নেই। আমাকে কেউ চেনেও না। কিন্তু আজ আমি দীপিকার সবচেয়ে বড় অনুরাগী। ওর একটা ছবিও দেখতে ভুলি না। ও সত্যি খুব সুন্দর। সত্যি ও মহান। বিয়ের পরেও কখনও কখনও আমাদের কথা হয়েছে।"

দীপিকার ব্যক্তিগত জীবনের নানা কথাই অনুরাগীদের জানা। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় বছর তিনেক রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। বছর তিনেক পর জীবনের পথ আলাদা হয়ে যায় তাঁদের। এরপর সঞ্জয় লীলা বনশালির 'রাম লীলা'র সেটে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের শুরু। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন দু'জনে। গত বছরে 'দীপবীরে'র জীবনে আসে ছোট্ট দুয়া। তবে কখনই মুজাম্মিলকে নিয়ে কোনও গুঞ্জনই শোনা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ্টি ভিজে রিকশায় প্রেম!
  • 'ব্রেকআপ আমিই করেছিলাম', হঠাৎ আবির্ভাব দীপিকার প্রাক্তনের!
  • দীপিকার তরফে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Advertisement