shono
Advertisement
Dev Raghu Dakat

দশ মাস বাদে দাড়িতে 'দাঁড়ি' দেবের, 'রঘু ডাকাত'-এর শুটিং শেষ?

উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। পেশিবহুল শরীরী গড়নে সুস্পষ্ট অ্যাবস। নেটপাড়ায় ঝড়!
Published By: Sandipta BhanjaPosted: 06:46 PM Jun 07, 2025Updated: 06:46 PM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'রঘু ডাকাত' দেবকে নিয়ে উন্মাদনার অন্ত নেই। পঁচিশের দুর্গাপুজোর জন্য মুখিয়ে বসে রয়েছেন দেব ভক্তরা। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাচ্ছে টলিউড সুপারস্টারের বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা। বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাতের দুঃসাহসিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার আগে আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন দেব। ঘোড়সওয়ার শিখতে নিত্যদিন নিয়ম করে ঘোড়া ছোটাতে হয়েছে। শিখতে হয়েছে তরবারি যুদ্ধও। পাশাপাশি শারীরিক গড়নেও বদল আনতে হয়েছিল টলিউড সুপারস্টারকে। পেশিবহুল চেহারার সঙ্গে বিশেষ করে নজর কেড়েছিল দেবের হেয়ারস্টাইল আর দাড়ি। কারণ এই পিরিয়ড ড্রামার জন্যই একমুখ দাড়ি রাখতে হয়েছিল তাঁকে। অবশেষে 'রঘু ডাকাত'-এর খোলস থেকে বেরনোর ছবি শেয়ার করলেন দেব।

Advertisement

শনিবার সুপারস্টারের শেয়ার করা ছবিতে আয়নার সামনে হাতে রেজার নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল দেবকে। উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। পেশিবহুল শরীরী গড়নে সুস্পষ্ট অ্যাবস। আহা! টলিউড তারকার এহেন লুক দেখে মূর্চ্ছা যাওয়ার জোগাড় তরুণীদের। দশ মাস বাদে দাড়ি-গোঁফ ছেঁটে সম্ভবত ক্লিনসেভ লুকে ধরা দিতে চলেছেন অভিনেতা। তাঁর ক্যাপশন অবশ্য সেদিকেই ইঙ্গিত করছে। দেব লিখেছেন, 'দশ মাস বাদে অবশেষে মিস্টার বেয়ার্ডকে বিদায় জানানোর সময় এসেছে।' আর সেই ছবির কমেন্ট বক্সেই কৌতূহলীদের প্রশ্ন, তাহলে কি 'রঘু ডাকাত'-এর শুটিং শেষ? উল্লেখ্য, দিন কয়েক আগেই ইধিকা পাল, পরিচালক ধ্রুব এবং গোটা টিম নিয়ে থাইল্যান্ডে গানের শুটিং করতে গিয়েছিলেন দেব। শনিবার শহরে ফেরার ঝলক শেয়ার করেছিলেন। আর সপ্তাহান্তের বিকেলেই মহাচমক দিলেন দেব।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে চলতি বছরের ১৬ মার্চ ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু হয়েছে। ‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর দর্শকমহল তো বটেই পাশাপাশি সিনেসমালোচকরাও তাঁর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছিলেন। এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও যে পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব-দেব মহাচমক উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। পঁচিশের পুজোর পর্দায় সেই দোর্দণ্ডপ্রতাপ ডাকাত সর্দারকে দেখার অপেক্ষায় সিনেপ্রমীরা।

প্রসঙ্গত দেব ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। খলচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিরিয়ড ড্রামার জন্যই একমুখ দাড়ি রাখতে হয়েছিল তাঁকে।
  • অবশেষে 'রঘু ডাকাত'-এর খোলস থেকে বেরনোর ছবি শেয়ার করলেন দেব।
  • দেব লিখেছেন, 'দশ মাস বাদে অবশেষে মিস্টার বেয়ার্ডকে বিদায় জানানোর সময় এসেছে।'
Advertisement