সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান বিরোধী তকমার দায়ে পাক মুলুক-সহ মধ্যাপ্রাচ্যের ছয় দেশে মুক্তির আলো দেখেনি 'ধুরন্ধর'। তবে নিষিদ্ধ হলেও বলিউড সিনেমা দেখা থেকে আটকানো যায়নি পাক নাগরিকদের! খবর, প্রতিবেশী দেশে রমরমিয়ে চলছে 'ধুরন্ধুর'-এর পাইরেটেড ভার্সন। এমন আবহেই সেদেশ থেকে ফাঁস হওয়া এক ভিডিও রাজনৈতিকমহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যেখানে বেনজিরপুত্র বিলাওয়াল ভুট্টোকে 'ধুরন্ধর' ছবির সাড়া ফেলে দেওয়া FA9LA ব়্যাপ উপভোগ করতে দেখা গেল।
দিন কয়েক আগেই পাকিস্তান পিপলস পার্টির মুখপাত্র তথা সিন্ধ টাস্ক ফোর্সের সদস্য সুমেতা আফজল সইদ সংশ্লিষ্ট বলিউড সিনেমার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সিনেমার এক দৃশ্যে বেনজির ভুট্টোর ছবি দেখানোয় আপত্তি তুলে তিনি দাবি করেন, "'ধুরন্ধুর'-এ বেআইনিভাবে শহিদ ভুট্টোর ছবি ব্যবহার করা হয়েছে। এতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। কিছু দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যেন, সন্ত্রাসবাদীরা পাকিস্তান পিপলস পার্টির মদতপুষ্ট।" তথ্য বিকৃতির অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও রেখেছিলেন শাহবাজ সরকারের কাছে। আর এমন মন্তব্যের জেরে যখন পাকিস্তানে 'ধুরন্ধর' নিয়ে হইচই, তখন বিলাওয়াল ভুট্টোর ভিডিও শোরগোল ফেলে দিল। দেখা গেল, যে পাকিস্তান পিপলস পার্টি সম্প্রতি বলিউড সিনেমাকে গালমন্দ করেছিল, সেই পার্টির অনুষ্ঠানেই বাজছে পাক মুলুকে নিষিদ্ধ 'ধুরন্ধর'-এর FA9LA ব়্যাপ। যা কিনা পাক মুলুকে বেজায় বিতর্কের সৃষ্টি করেছে।
আসলে পয়লা দিন থেকেই সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, ততোধিক চর্চায় 'ধুরন্ধর'-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। এছাড়াও এই সিনেমায় প্রতিটা দৃশ্যের সঙ্গে সাযুজ্য বজায় রেখে জনপ্রিয় পুরনো গানগুলি যেভাবে রিমেকের মোড়কে পরিবেশন করা হয়েছে, সেটাও বহুল প্রশংসিত হচ্ছে। এমন আবহেই প্রকাশ্যে এল পাকিস্তান পিপলস পার্টির এক অনুষ্ঠানের ভিডিও। যেখানে দেখা গেল, বিলাওয়াল ভুট্টোর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তারস্বরে বাজছে FA9LA ব়্যাপ।
