সুমন করাতি, হুগলি: বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে কলকাতায় নজিরবিহীন বিশৃঙ্খলার তীব্র নিন্দা করলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তা নয়, এই পরিস্থিতির জন্য তিনি দায়ী করলেন গোটা আয়োজক সংস্থাকে। তাঁর অভিযোগ, আরেকটু পরিকল্পনা করলেই এটা এড়ানো যেত। ফুটবলপ্রেমী, মেসিপ্রেমীরা সহজেই তাঁদের 'ঈশ্বর'কে দেখতে পারতেন। ওইদিন মেসির পাশে দাঁড়িয়ে টলিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি তোলা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তা অর্থহীন বলে মনে করেন রচনা। সেলিব্রিটি ফুটবলারের সঙ্গে ছবি তোলা নিয়ে প্রশ্নের জবাবে রচনা হেসে বললেন, ''আমি কাতারে গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখে এসেছি। সামনে থেকে মেসিকে দেখেছি, ওঁর খেলা দেখেছি।''
গত ১৩ ডিসেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে থাকতে দেখা গিয়েছিল রাজ্যের ভিআইপি-দের। আর এই ভিড়ের মাঝে মেসিভক্তরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তাঁকে দেখতে পাননি। এরইমাঝে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল রূপ নেয় যে পুলিশ দর্শকদের মাঠ থেকে বের করে দেয়। সবমিলিয়ে সামগ্রিকভাবে বাংলার ভাবমূর্তি বেশ খানিকটা ক্ষুণ্ণ হয়। এহেন হাইপ্রোফাইল ব্যক্তিত্বকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনে গাফিলতির অভিযোগে গ্রেপ্তারস হয় মূল কর্ণধার শতদ্রু দত্ত। এর নিন্দা শুরু হয় সবমহলে। জনপ্রতিনিধি হিসেবে হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। বৃহস্পতিবার তিনি এনিয়ে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
রচনার কথায়, “যে সমস্ত মানুষ সেদিন লিওনেল মেসিকে দেখার প্রবল আশা নিয়ে যুবভারতীতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দেখতে না পেরে হতাশ হয়েছেন, তাঁদের সকলের প্রতি আমি গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমি জানি, মেসিকে দেখার স্বপ্ন নিয়ে বহু মানুষ দূরদূরান্ত থেকে এসেছিলেন। সেই স্বপ্নভঙ্গ শুধু তাঁদের একার নয়, আমাদের সকলেরই খারাপ লেগেছে।” এ প্রসঙ্গে সাংসদ আরও জানান, ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যা ঘটেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক এবং এটি একটি স্পষ্ট 'মিস ম্যানেজমেন্টে'র উদাহরণ। সাংসদের বক্তব্য, “আমরা কেউই এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না বা এমন কিছু ঘটবে বলে আশা করিনি। পরিকল্পনা যদি সঠিকভাবে করা যেত, তাহলে দর্শকরা অনেক ভালোভাবে মেসিকে দেখতে পেতেন। হায়দরাবাদ ও মুম্বাইয়ে যেভাবে অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে, তা আমাদের চোখের সামনে স্পষ্ট উদাহরণ হিসেবে রয়েছে।”
মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলা এবং তা পোস্ট করে ওইদিন সমালোচনার মুখে পড়েছেন টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এনিয়ে রচনা অবশ্য শুভশ্রীর পাশেই দাঁড়ালেন। তাঁর কথায়, ''শুভশ্রী তো এমনি এমনি ওখানে চলে যায়নি, ওঁকে শিল্পী হিসেবে নিমন্ত্রণ করা হয়েছিল। আজ যদি এমন একটা পরিস্থিতি না হতো, এত ঝামেলা না হতো, কেউ কি শুভশ্রীকে দায়ী করত? করত না। ওকে এসবের মধ্যে টেনে লাভ নেই। দোষ যদি কারও হয়, সেটা আয়োজকদের।''
