সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক মাস আগেই শিশুপুত্রের সঙ্গে হ্য়ালোউইন উদযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন 'কেজিএফ' সিনেমার সহ-পরিচালক কীর্তন নাদাগৌড়া। কিন্তু অদৃষ্টে যে এমন মর্মান্তিক পরিণতি রয়েছে, তখন কে-ই বা জানত! এবার এক দুর্ঘটনায় সন্তানকে হারালেন কীর্তন। বৃহস্পতিবার সেই দুঃসংবাদ জানিয়ে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ। স্বাভাবিকভাবেই এহেন মর্মান্তিক ঘটনায় শোকের আবহ দক্ষিণী সিনেজগতে।
জানা গিয়েছে, মা-বাবার অজান্তেই খেলতে খেলতে লিফটে ঢুকে পড়েছিল কীর্তন নাদাগৌড়ার ছেলে চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়া। এরপর যান্ত্রিক গোলযোগের কারণেই সম্ভবত লিফটটি হঠাৎ বারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। তড়িঘড়ি উদ্ধারের কাজ শুরু হলেও শেষমেশ ছোট্ট সোনার্শকে বাঁচানো সম্ভব হয়নি। খবর, দিন তিনেক আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শোকপ্রকাশ করে কল্যাণ লেখেন, 'পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ওঁর পরিবারে নেমে আসা বড় বিপর্যয়ে গোটা দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সকলে শোকস্তব্ধ। সোনার্শের এহেন অকালমৃত্যু ভীষণ হৃদয়বিদারক। ঈশ্বর এই অপূরণীয় ক্ষতি সামলানোর শক্তি দিক কীর্তন ও তাঁর স্ত্রী সমৃদ্ধিকে।'
উল্লেখ্য, 'কেজিএফ' সিনেমার সুবাদেই খ্যাতি পান কীর্তন নাদাগৌড়া। বহু দিন ধরেই তিনি কন্নড় সিনেজগতের নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত। প্রশান্ত নীলের সঙ্গে 'কেজিএফ', 'সালার'-এর মতো একাধিক সিনেমায় সহ-পরিচালকের দায়িত্ব সামলেছেন। তবে কন্নড়ের পর এবার তেলুগু সিনেজগতে পরিচালক হিসেবে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কীর্তন। প্রশান্ত প্রযোজিত এক ভৌতিক সিনেমার মাধ্যমেই তেলেগু সিনেইন্ডাস্ট্রিতে পা রাখার কথা তাঁর। তার প্রাক্কালেই সহ-পরিচালকের জীবনে বড় বিপর্যয়।
