shono
Advertisement
Thakurpukur incident

'এদের কার্ড বাতিল করে কাজ কেড়ে নিন', দুর্ঘটনার 'দায় এড়ানো' ভিক্টোর সঙ্গীদের কড়া শাস্তির দাবি রাহুলের

ঠাকুরপুকুর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
Published By: Sandipta BhanjaPosted: 03:57 PM Apr 08, 2025Updated: 03:57 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক ভিক্টো, এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পানশালা থেকে ফেরার পথে আরিয়ানের বাড়িতে আড্ডার আসর বসে। সেখান থেকে ফেরার পথেই মদ্যপ পরিচালকের গতির বলি এক ব্যক্তি। জানা যায়, সিদ্ধান্তের গাড়ির ধাক্কায় ছ'জন জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। রবিবার ঠাকুরপুকুরের ভরা বাজারে এহেন দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে নাগরিক হিসেবে তাঁদের নৈতিকবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সেই রাতের ঘটনায় যদিও সঙ্গী অভিনেতারা নিজেদের মতো করে দায় এড়ানোর চেষ্টা করেছেন। রেহাই পেয়েছেন কার্যনির্বাহী প্রযোজকও। তবে ঘটনায় তিন দিনের জেল হেফাজত হয়েছে পরিচালক সিদ্ধান্তের। সেপ্রসঙ্গ টেনেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সে রাতে সিদ্ধান্তের সঙ্গীরা যাঁরা ছিলেন, তাঁরা কীভাবে ঘটনার দায় এড়াতে পারেন? খুব একটা অপ্রাসঙ্গিক নয় অভিনেতার জিজ্ঞাস্য।

Advertisement

শুধু একা রাহুল নন, টলিপাড়ার একাধিক তারকা প্রশ্ন তুলে্ছে ঘটনার সঙ্গে জড়িত অভিনেতাদের দায় এড়ানো নিয়ে। এবার আরও একধাপ এগিয়ে রাহুলের মত, এঁদের কার্ড বাতিল করে সব কাজ কেড়ে নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। প্রসঙ্গত, এদিন গভীর রাত পর্যন্ত একসঙ্গে পার্টি করলেও ওই গাড়িতে আরিয়ান, স্যান্ডি সাহা, ঋ-রা ছিলেন কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে। এপ্রসঙ্গে তাঁরা সকলেই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে দুঃখপ্রকাশ করেছেন। ঋ জানিয়েছেন, তিনি ওই গাড়িতেই ছিলেন তবে মদ্যপ ছিলেন না। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরাই তাঁকে উদ্ধার করেন। বাড়ির ফেরার পরও সেই ট্রমা কাটেনি ঋ-এর। সেপ্রসঙ্গ তুলেই রাহুলের খোঁচা, 'বাহ্ কি সুন্দর না? মানসিক ট্রমা? আরে তোরা এতো বড় বড় কথা বলিস সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ বসব না?'

এরপরই বাকি অভিনেতাদের উদ্দেশে রাহুলের সংযোজন, 'যার বাড়িতে শেষে মিটিং করে মদ খাওয়া হয়, তার দায় নেই এই মাতালদের বাইরে ছাড়ার? গাড়ি রাখতে পারো আর পার্টির দিন ড্রাইভার রাখতে পারো না?' শেষে ঘটনায় জড়িত প্রত্যেকের কড়া শাস্তির দাবি জানিয়ে রাহুল লিখেছেন, 'এদের সবরকম কার্ড কাজের অধিকার নিয়ে নেওয়া হোক। আর আইনের সব রাস্তা যেন খোলা থাকে শাস্তি দেওয়ার।'

রাহুল অরুণোদয় বরাবরই ইন্ডাস্ট্রির রাজনীতি হোক বা যে কোনও ইস্যু নিয়েই সরব। এবার ঠাকুরপুকুর বাজার এলাকার ঘটনা নিয়েও সরব তিনি। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো গ্রেপ্তার হয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, সোমবার অভিযুক্তকে আদালতেও তোলা হয়েছিল এবং আগামী তিন দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। এদিকে পরিচালকের গ্রেপ্তারিতে সোমবার ‘ভিডিও বৌমা’র সেট ফাঁকা ছিল। জানা গিয়েছে, আংশিক কাজ হয়েছে আউটডোরে। সংশ্লিষ্ট ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই মুখ খুলেছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, রূপাঞ্জনা মিত্র, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, রুপালি ভট্টাচার্য-সহ অনেকেই। এবার ইন্ডাস্ট্রির গায়ে আঁচড় পড়ায় প্রতিবাদে গর্জে উঠলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন পরিচালক ভিক্টো, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা।
  • সেই রাতের ঘটনায় যদিও সঙ্গী অভিনেতারা নিজেদের মতো করে দায় এড়ানোর চেষ্টা করেছেন।
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সে রাতে সিদ্ধান্তের সঙ্গীরা যাঁরা ছিলেন, তাঁরা কীভাবে ঘটনার দায় এড়াতে পারেন?
Advertisement