shono
Advertisement
Sonam Chhabra at Cannes

পুলওয়ামা, পহেলগাঁওয়ের 'সন্ত্রাস-ক্ষত' নিয়ে কান-এ সোনম, বিশ্বমঞ্চে দিলেন ঐক্যবদ্ধ ভারতের বার্তা

ফ্যাশনকে অস্ত্র করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কড়া বার্তা সোনম ছাবড়ার।
Published By: Sandipta BhanjaPosted: 07:06 PM May 21, 2025Updated: 07:06 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলা, উড়ি, পুলওয়ামা, পহেলগাঁও... বিগত দুই দশকে ভারতে একের পর এক সন্ত্রাস হামলা ঘটেছে। অভিযোগের তীর 'দুষ্টু প্রতিবেশী' পাকিস্তানের দিকে। সাম্প্রতিক কাশ্মীরের বৈসরণ উপত্যকায় হওয়া ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, ভারতের গায়ে বহুবার আঁচড় পড়লেও দেশবাসী বরাবর ঐক্যবদ্ধ থেকেছে। পোশাকে সেই 'একতার মন্ত্র' জুড়েই কান-এর কার্পেটে বাজিমাত সোনম ছাবড়ার। ফ্যাশনকে অস্ত্র করেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের উদ্দেশে দিলেন কড়া বার্তা।

Advertisement

পরনে অফশোল্ডার সাদা গাউন। শিমারি ব্রালেট থেকে উঁকি দিচ্ছে রূপযৌবন। তবে সোনামের লাবণ্যের চেয়েও পশ্চিমী পাপারাজ্জিদের লেন্স তাক করল তাঁর পোশাকের দিকে। যেখানে সন্ত্রাস হানার তারিখগুলি জ্বলজ্বল করছে ক্রমানুসারে। কান-এর মঞ্চ থেকে মডেল-অভিনেত্রী মনে করিয়ে দিলেন ২৬/১১-র মুম্বই হামলার কথা, ২০১৬ সালে হওয়া উরি হামলার কথা। উসকে দিলেন ২০১৯ সালের পুলওয়ামার বিষাক্ত স্মৃতি। বাদ পড়ল না সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উল্লেখও। সোনামের সাদা গাউনজুড়ে শুধুই ক্ষতের দিনক্ষণ লেখা। তবে লাগাতার হামলা সত্ত্বেও যে ভারতে হিন্দু-মুসলিম বিভাজন নীতি বুনে দেওয়া যায়নি, সেটা পোশাকে লেখা 'অটুট' শব্দ দিয়েই বুঝিয়ে দিলেন বলিউডের এই মডেল-অভিনেত্রী। ইতিমধ্যেই সোনম ছাবড়ার পোশাক চর্চার বিষয় হয়ে উঠেছে ফ্যাশন দুনিয়ায়। প্রশংসা কুড়িয়েছেন পশ্চিমী দেশেও।

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মানেই, তারকাদের তাক লাগিয়ে দেওয়া ফ্যাশন সমাহার। বিগত আট দিনে ভারতীয় বিনোদুনিয়ার একাধিক শিল্পীকে দেখা গিয়েছে কান-এর কার্পেটে। সেই তালিকায় যেমন শাহরুখ খান, অনুপম খের, শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়ালের মতো তাবড় মুখ রয়েছে। আবার জাহ্নবী কাপুর, করণ জোহর, বীর পাহাড়িয়া, ইশান খট্টর, উর্বশী রাওতেলা, ন্যান্সি ত্যাগীরা পৌঁছে গিয়েছেন অনুষ্ঠানের অন্তিম লগ্নে। এবার সেই আন্তর্জাতিক মঞ্চ থেকেই ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিলেন সোনম ছাবড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের গায়ে বহুবার আঁচড় পড়লেও দেশবাসী বরাবর ঐক্যবদ্ধ থেকেছে।
  • পোশাকে সেই 'একতার মন্ত্র' জুড়েই কান-এর কার্পেটে বাজিমাত সোনম ছাবড়ার।
  • ফ্যাশনকে অস্ত্র করেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের উদ্দেশে দিলেন কড়া বার্তা।
Advertisement