shono
Advertisement
Urvashi Rautela

'উত্তরে আমার নামে মন্দির আছে, দক্ষিণেও চাই', উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে লাল পুরোহিতরা

নিজের মন্তব্যের জন্য ফের ট্রোলিংয়ের শিকার উর্বশী।
Published By: Manasi NathPosted: 09:40 PM Apr 18, 2025Updated: 09:40 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না উর্বশী রাউতেলার। ফের একবার নিজের অযাচিত মন্তব্যের জেরে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন মডেল অভিনেত্রী।সম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ময়কর দাবি করে বসেছেন। 'উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই!' অভিনেত্রীর এই দাবি ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।

Advertisement

সম্প্রতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্বশী দাবি করেন, বদ্রীনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তাঁর নামাঙ্কিত 'উর্বশী মন্দির'! অভিনেত্রীর এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হতবাক নেটপাড়া। অনেকেই অভিনেত্রীর এই মন্তব্যকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু ভিডিওয় অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, "আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামের মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।" এমনকী তিনি দাবি করে বসেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও নাকি সেখানে পুজো দিতে হাজির হন। এর সঙ্গে তিনি আবদারের ছলেই বলেন, "এবার দক্ষিণেও আমার নামের মন্দির চাই। আমি তো ওখানে অনেক ছবিতে কাজ করেছি।"

অভিনেত্রীর এহেন বিস্ময়কর দাবি শুনে ক্ষোভে ফেটে পড়েছেন উত্তর ভারতের পুরোহিতরা। বদ্রীনাথ মন্দিরের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল অভিনেত্রী বক্তব্যবের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বদ্রীনাথ সংলগ্ন উর্বশী মন্দির সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। দেবী উর্বশী সতীর এক বিশেষ রূপ। তাঁর দাবি, অভিনেত্রীর এহেন মন্তব্য একেবারেই সমর্থনযোগ্য নয়। সরকারের উচিত তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। তাঁর কথার সূত্র ধরেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বদ্রীনাথ সংলগ্ন বামনি ও পাণ্ডুকেশ্বর এলাকার পুরোহিতরাও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ময়কর দাবি করে বসেছেন উর্বশী।
  • 'উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই!' অভিনেত্রীর এই দাবি ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
  • ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
Advertisement