shono
Advertisement
Chhaya Kadam

নিষিদ্ধ ৩ বন্যপ্রাণী ভক্ষণ! আইনি বিপাকে 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেত্রী

বনদপ্তরের তরফে নাকি নোটিসও পেয়েছেন অভিনেত্রী।
Published By: Sayani SenPosted: 08:30 PM May 01, 2025Updated: 08:35 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'লাপাতা লেডিজ' এবং 'অল ইউ ইমাজিন অ্যান্ড লাইট' ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন। তারই মাঝে আইনি বিপাকে অভিনেত্রী ছায়া কদম। জানা গিয়েছে, ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন তিনি। আবার নিজের মুখে তা স্বীকারও করেছেন। আর তার জেরে বিপাকে অভিনেত্রী। বনদপ্তরের তরফে নাকি নোটিসও পেয়েছেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের একটি বন্যপ্রাণ সংরক্ষণ সংগঠনের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে বনদপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, "একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারতে নিষিদ্ধ তিনটি বন্যপ্রাণীর মাংস খেয়েছেন। অভিনেত্রীর এই বক্তব্যে আমাদের সমাজে ভুল বার্তা পৌঁছবে। তাই আমরা চাই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত করে দেখা হোক। এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখা হোক। আর তারপর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।"

অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে বনদপ্তর। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী আধিকারিক রাকেশ ভোর ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তাঁকে নাকি তলবও করা হয়। তবে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে শুটিংয়ের জন্য বাইরে রয়েছেন। চারদিন পর ফিরছেন। তারপর আইনি সহযোগিতা নেবেন। তাঁর আইনজীবীর পরামর্শ অনুযায়ী তলবে সাড়া দেবেন। বলে রাখা ভালো, এর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আইনি বিপাকে পড়তে হয়েছিল সলমন খানকে। তবে কি শাস্তির খাঁড়া ঝুলছে অভিনেত্রীর ঘাড়েও? ক্রমশ বাড়ছে আশঙ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিষিদ্ধ ৩ বন্যপ্রাণী ভক্ষণ!
  • আইনি বিপাকে 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেত্রী ছায়া কদম।
  • বনদপ্তরের তরফে নাকি নোটিসও পেয়েছেন অভিনেত্রী।
Advertisement