ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্য রাজনীতিতে বড় চমক! শুক্রবার সকালে টলিমহলসূত্রে আচমকাই জানা যায় যে, গত বিধানসভা ভোটে বিজেপিপ্রার্থী হওয়া জনৈক অভিনেত্রী এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন। গুঞ্জন সত্যি করে বেলা বাড়তেই তৃণমূল ভবনের পথে রওনা দিলেন পার্ণো মিত্র (Parno Mittra)। খবর, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন পার্নো।
সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। তার প্রাক্কালেই তৃণমূলে যোগ দিলেন পার্নো। যা কিনা অভিনেত্রীর প্রার্থী হওয়ার সম্ভাবনা উসকে দিল, বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গতবারের বিধানসভা নির্বাচনেও অবশ্য প্রার্থী হিসেবে ভোটের ময়দানে ছুটেছিলেন পার্নো। তবে তৃণমূলের তাপসের বিরুদ্ধে বিজেপির টিকিটে বরানগরের জমিতে পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিলেন অভিনেত্রী। এদিকে কানাঘুষো শোনা গিয়েছিল, ঘনিষ্ঠ মহলের কাছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অসন্তোষ উগড়ে দিয়েছিলেন পার্নো।
উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন একঝাঁক টলিউড তারকায সেই তালিকায় পার্নোও ছিলেন। তবে একুশের বিধানসভা নির্বাচনের পরই যে বিজেপির থেকে দূরত্ব বাড়িয়েছেন নায়িকা, সেখবরও আগেই মিলেছিল।
এবার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে পার্নো মিত্রর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টিকে ইঙ্গিতপূ্র্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে টলিপাড়ার কোন কোন তারকামুখকে দেখা যাবে? প্রতিবারই সেই কৌতূহল থাকে। পার্নোর তৃণমূলে যোগ দেওয়া কি সেদিকেই ইঙ্গিত করছে? ছাব্বিশে বাংলার ভোটে কি অভিনেত্রীকে তৃণমূলের পদপ্রার্থী হিসেবে দেখা যাবে? নজর থাকবে সেদিকে।
