shono
Advertisement
Kriti Sanon

উন্মুক্ত উরু, স্পষ্ট ক্লিভেজ, 'প্রেমিকে'র বাহুলগ্না কৃতী, বিয়ের সানাই বাজল বলে!

নেটিজেনরা ছবি নিয়ে কাটাছেঁড়া করেই চলেছন। আর বলছেন, "নজর না লেগে যায়।"
Published By: Sayani SenPosted: 11:36 AM Jan 19, 2026Updated: 01:48 PM Jan 19, 2026

ফের স্যানন পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই? সম্প্রতি বোন নূপুরের বিয়ের ছবিতে 'প্রেমিক' কবীর বাহিয়ার সঙ্গে আরও কাছাকাছি কৃতী (Kriti Sanon)। সোশাল মিডিয়ায় কবীর নূপুরের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন। তার মধ্যে একটি ছবিতে কৃতী ও কবীরকে দেখা গিয়েছে। সবুজ রঙের গাউনে অনবদ্য কৃতী। পাশে সাদা ব্লেজারে কবীর। বেশ ঘনিষ্ঠ ছবি দেখে প্রশ্ন উঠছে, বোন নূপুরের পর এবার কি পালা দিদি কৃতীর? ছাঁদনতলায় যাওয়া কি শুধু সময়ের অপেক্ষামাত্র? যদিও কবীর কিংবা কৃতীর তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নেটিজেনরা ছবি নিয়ে কাটাছেঁড়া করেই চলেছন। আর বলছেন, "নজর না লেগে যায়।"

Advertisement

গত বছর থেকেই বলিউডে গুঞ্জন, কৃতী স্যানন নাকি প্রেম করছেন। তাও আবার কমবয়সি ছেলের সঙ্গে। কাকে মন দিলেন বলিউড অভিনেত্রী? লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমেই নাকি একেবারে হাবুডুবু খাচ্ছেন কৃতী স্যানন। প্রেমিকের সঙ্গে কৃতীর বয়সের ফারাক ৯ বছরের। মাঝেমধ্যেই কৃতী এবং তাঁর প্রেমিককে ইতিউতি দেখাও যাচ্ছে। জানা গিয়েছে, এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি লন্ডনে উড়ে যান অভিনেত্রী। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তাঁর পরিচয়। তারপর বন্ধুত্ব থেকে প্রেম।
সূত্রের খবর, এই কবীর বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবীর। গতবছর কবীরের সঙ্গেই হোলি কাটিয়েছিলেন কৃতী। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেন অভিনেত্রী। তারপর থেকেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। কৃতী স্যানন এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। কবীরও তাই।

কয়েকমাস আগে ভাইরাল হয়েছিল কৃতী-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি। দিল্লি বিমানবন্দরেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সেখান থেকেই বিয়ের জল্পনার সূত্রপাত। কারণ কবীর বাহিয়ার মা-বাবাও দিল্লিতেই থাকেন। কানাঘুষো শোনা গিয়েছিল, ২০২৫ সালের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবে জুটি। তবে তা হয়নি। বরং কৃতীর বোন নূপুরের বিয়ে নিয়ে জোর হইচই। অবশ্য সেই বিয়েবাড়িতেই একে অপরের আরও কাছে এসেছেন কৃতী ও কবীর। এবার শুধু পালা চারহাত এক হওয়ার। জল্পনা যতই হোক না কেন বিয়ে নিয়ে যদিও কোনও তরফেই সিলমোহর বসায়নি কেউ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement