সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর পুজোর মরশুমে বিয়ে। আর তার ঠিক পরই অনুরাগীদের চমকে দিয়ে মা-বাবা হওয়ার সুখবর ঘোষণা করেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। চলতি বছরেই অভিনেত্রীর সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। মা-বাবা হিসেবে রূপসা-সায়নদীপও যে একটু একটু করে অভিজ্ঞ হয়ে উঠছেন, সেই ঝলক তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যাবে। এবার ছেলের মুখেভাতের অনুষ্ঠানে রাজকীয় বেশে ধরা দিলেন সপরিবারে।
রূপসা-সায়নদীপ পুত্রের অন্নপ্রাশন। (ছবি- সংগৃহীত)
দেখতে দেখতে ছ’মাস পূর্ণ করল অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের সন্তান অগ্নিদেব। সোমবার ৩০ জুন, অন্নপ্রাশনের অনুষ্ঠানের কথা দিন দুয়েক আগেই জানিয়েছিলেন টেলিপর্দার অভিনেত্রী। শুভ তিথি-নক্ষত্র মাফিক এদিন সেই অনুষ্ঠানই সুসম্পন্ন হল। সকালেই নিয়ম মেনে অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হয়। সেখান থেকেই ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল, বিশেষ এই অনুষ্ঠানের জন্য ছেলে অগ্নিকে কৃষ্ণের সাজে সাজিয়েছেন রূপসা-সায়নদীপ। খুদের পরনে হলুদ ধুতি। গলায় ছোট্ট লাল উত্তরীয়। মাথায় সোনালী মুকুটে লাগানো ময়ূরপুচ্ছ। গলায় মুক্তোর মালা। হাতে বাজুবন্ধ। অগ্নির তুলতুলে হাতে ধরা বাঁশি। মা-বাবার কোলে চড়ে অনুষ্ঠানের আসরে পৌঁছল সে। অন্যদিকে ছেলের সঙ্গে মানিয়ে সেজেছিলেন রূপসা-সায়নদীপ। অভিনেত্রীকে দেখা গেল লাল বেনারসীতে। সোনার অলঙ্কারে ভূষিত। টানা দুল। ছোট্ট লাল টিপ আর লিপস্টিক। মানানসই মেকআপে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে টেলিপর্দার নায়িকা যেন অনন্যা। অন্যদিকে স্ত্রী-সন্তানের সঙ্গে রং মিলান্তি ধুতি-পাঞ্জাবিতে দেখা গেল সায়নদীপকেও।
সোমবার সকালে নিয়ম মেনে খুদে অগ্নির গায়ে হলুদ হয়। দিদা-ঠাকুমার পাশাপাশি পরিবারের বাকি সদস্যরাও অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে। এরপর কৃষ্ণ বেশ ধারণ করে মায়ের কোলে বসে প্রথমবার ভাত খেল রূপসাপুত্র। খুদের মেনুতে ছিল- ভাত, মাছের মুড়ো, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, মিষ্টান্ন ইত্যাদি। অক্ষরে অক্ষরে বাবার দায়িত্ব পালন করতে দেখা যায় সায়নদীপকেও। শুধু তাই নয়, অনুষ্ঠানে শাঁখ বাজিয়ে সকলকে চমকেও দিলেন তিনি। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই স্বামী সায়নদীপ ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে রূপসা লিখেছিলেন, 'আর মাত্র দু’দিন’ অগ্নির অন্নপ্রাশন। আপনাদের সকলের আশীর্বাদ চাই।' ছেলের জীবনের প্রথম এই বড় অনুষ্ঠানকে ঘিরে রূপসার পায়ের তলায় যে রীতিমতো সরষে, সেটা এদিনের অনুষ্ঠানে বেশ বোঝা গেল। সন্তান সামলে, অতিথি আপ্যায়ণেও কোনওরকম খামতি রাখেননি অভিনেত্রী।
