সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও আবহে দিন দুয়েক আগেই আদনান শামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছিলেন চৌধরী ফাওয়াদ হুসেন। পালটা ছেড়ে কথা বলেননি গায়ক। একসময়ে পাকিস্তানের নাগরিকত্ব থাকলেও আদনান যে মনেপ্রাণে ভারতপ্রেমী সেটা এক্স হ্যান্ডেলে জবাবের মাধ্যমেই কড়া-গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে তাঁদের বাকযুদ্ধ সেখানেই থামেনি। এবার পাক মুলুকের প্রাক্তন মন্ত্রী সরাসরি আদনান শামিকে 'বডি শেমিং' করলেন। এবারও হুসেনকে ধুয়ে দিলেন গায়ক।
আদনান শামির নিতম্বের আকার নিয়ে কুৎসিত খোঁচা চৌধরী ফাওয়াদ হুসেনের। এক্স হ্যান্ডেলে গায়ক-সুরকারের অতীত শারীরিক গড়নের সঙ্গে তুলনা টেনে এখনকার একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে ততোধিক কুৎসিত মন্তব্য তাঁর। ব্যঙ্গ করে লেখেন, 'পুরনো নিতম্ব ফিরিয়ে দাও। পাকিস্তান পুরনো মোটা আদনান শামিকে ফেরতে চায়।' পাক মুলুকের প্রাক্তন মন্ত্রীর তরফে এমন কটাক্ষ নজর এড়ায়নি গায়ক-সুরকারের। পালটা বিদ্রুপে জবাব ফিরিয়ে দেন আদনান শামি। সরাসরি 'তুই-তোকারি' করে তাঁর মন্তব্য, 'ওহে চৌধরী, তোমার ভিতরে যে ছাতা গুঁজে দিয়েছিলাম, ওটা থেকে সরে উঠতে তোর পুরো একদিন লাগল। আর তারপর এসব প্রলাপ! মূর্খ হলে এরকমই হয়। যাক গে, তুই থাকতে পাকিস্তানে না কোনওদিন বোমা বিস্ফোরণের অভাব হবে না মোটা নিতম্বের!' নেটপাড়ায় এহেন তুমুল বাকযুদ্ধ দেখে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর উদ্দেশে 'শাপ-শাপান্ত' করতে ছাড়েননি এদেশের নেটিজেনরা। তাঁদের দাবি, 'বরাবর এরা পায়ে পা দিয়ে ঝগড়া করে।'
প্রসঙ্গত, আদনান শামির শারীরিক পরিবর্তন দেখে হতবাক হয়েছিলেন অনেকেই। বছর খানেক আগেই হাঁটুতে অস্ত্রোপচারের পর নিজের শারীরিক গড়নের উপর গুরুত্ব দেন গায়ক-সুরকার। ২৩০ কেজি থেকে ঝরিয়ে ওজন নিয়ে এসেছেন ৭৫ কেজিতে। যা দেখে সকলেই ধন্য ধন্য করেছিল।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে ফাওয়াদ হুসেন গায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ছোড়েন, 'এবার আদনান শামির কী হবে?' আসলে পহেলগাঁও হামলার পরই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অমিত শাহের নির্দেশে বাতিল হয়েছে এদেশে থাকা পাকিস্তানিদের ভিসাও। এমন আবহেই প্রাক্তন পাক মন্ত্রী আদনান শামিকে কটাক্ষ করেন। নজরে পড়তেই প্রায় 'যুদ্ধকালীন' তৎপরতায় পালটা জবাব দেন সুরকার-গায়ক। কোনওরকম রেয়াত না করে আদনান লেখেন, 'এই অশিক্ষিত মূর্খটাকে কে বোঝাবে!' পরমুহূর্তেই তাঁর সংযোজন, 'আমার শিকড় পেশোয়ারে। লাহোরে নয়! আপনি না তথ্যমন্ত্রী ছিলেন পাকিস্তানের, কিন্তু আপনার কাছে দেখছি কোনও তথ্যই নেই। বিজ্ঞানমন্ত্রীও ছিলেন নাকি? ওটা কোন বিজ্ঞান ছিল?' আদনান শামির এমন উত্তরে নেটপাড়া বেজায় খুশি। তাঁর ভারতীয় অনুরাগীরা বলছেন, 'দিলেন তো মুখে ঝামা ঘঁষে!'
