সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের খান সাম্রাজ্যের দুই প্রতিনিধি শাহরুখ-আমিরের সঙ্গীর নামে রয়েছে সাযুজ্য। বাদশাপত্নী গৌরী খান এবং আমির খানের নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। বলিউডের দুই সুপারস্টারের বন্ধুত্বও দারুণ। সম্প্রতি আমিরের ষাট বছরের জন্মদিনের আগের রাতে তাঁর পালি হিলসের বাড়িতে ছুটে গিয়েছিলেন কিং খান। সলমন খানও ছিলেন সেই পার্টিতে। এবার দুই সুপারস্টারের সঙ্গীর নামের মিল দেখেই ফটোশিকারিরা সলমনের (Salman Khan) প্রেমিকার খোঁজ করেন আমিরের কাছে। তাঁদের আবদার, এবার ভাইজানের জীবনেও 'গৌরী' নামে কেউ আসুক, তাহলেই ষোলো কলা পূর্ণ! পাপারাজ্জিদের এহেন কথা শুনে রসিকতা করার সুযোগ ছাড়লেন না আমির খানও (Aamir Khan)।

অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন মিস্টার পারফেকশনিস্ট। আমির-গৌরীর প্রেম বর্তমানে 'টক অফ দ্য টাউন'। সদ্য নিজের জন্মদিনের পার্টিতে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে শতহস্ত দূরে থাকা লাস্যময়ী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে বলিমহলেও চর্চার অন্ত নেই। বিশেষ করে নামের জেরেই বর্তমানে চর্চার শিরোনামে গৌরী। কারণ বলিউডের খান সাম্রাজ্যের বাদশা শাহরুখের (Shah Rukh Khan) স্ত্রীয়ের নামও গৌরী। আর সেই প্রেক্ষিতেই সম্প্রতি মুম্বইয়ের ফটোশিকারিরা রসিকতা করে আমির খানকে প্রশ্ন ছুড়েছিলেন, "আপনি আর শাহরুখ স্যর তো গৌরীকে পেয়ে গিয়েছেন, এবার সলমন স্যরেরও উচিত একজন গৌরীকে খুঁজে নেওয়া।" তার জবাবেই রসিকতা করে আমির খান বলেন, "এখন সলমন আর কাকে খুঁজবে?"
মার্চের ১৩ তারিখ মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেখানেই ফটোশিকারিদের প্রশ্নের উত্তরে 'চিরকুমার' সলমনকে নিয়ে রসিকতা করেন বন্ধু আমির। সলমন কি শাহরুখ এবং তাঁর কাছ থেকে ডেটিং টিপস নেন? এমন প্রশ্ন আসতেই আমির সপাটে বলেন, "সলমনের যেটা ভালো মনে হবে, ও সেটাই করবে।" মিস্টার পারফেকশনিস্ট নিজেই জানিয়েছেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সহবাসের কথা। ষাট বছর বয়সে অবশ্য তৃতীয়বার পিঁড়িতে বসার কথা শুনেই লাজে রাঙা হয়ে গিয়েছিলেন তিনি। তবে আমিরের পরিবারের সকলে এমনকী প্রাক্তন দুই স্ত্রীও গৌরীকে মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে ভাইজান বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সলমন খানের (Salman Khan)। অতঃপর ৫৯-এও আইবুড়োই রয়ে গিয়েছেন সলমন খান। বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর কপালে কম বিয়ের প্রস্তাব জোটেনি, কিন্তু তবুও বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেননি ভাইজান। শাহরুখ-আমিরের মতো এবার তাঁকেও 'গৌরী' নামের কাউকে খোঁজার আবদার পাপারাজ্জিদের।