shono
Advertisement
Shilpa Shetty

৬০ কোটির জালিয়াতি! শিল্পা শেট্টিকে প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের

সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বই পুলিশ।
Published By: Arani BhattacharyaPosted: 12:11 PM Oct 07, 2025Updated: 01:18 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে অভিনেত্রী শিল্পা শেট্টিকে প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদ চালালো মুম্বই পুলিশ। জানা যাচ্ছে, মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এদিন শিল্পার বয়ান রেকর্ড করে।

Advertisement

এখানেই শেষ নয়, এদিন শিল্পার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বই পুলিশ। অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সমস্ত নথিও সংগ্রহ করা হয়েছে এদিন। যা যাচাই করে দেখা হবে। উল্লেখ্য, এর আগে এই মামলায় সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বই পুলিশ। আগামী সপ্তাহে তাঁকে ফের তলব করা হবে বলেই জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।

গত আগস্ট মাসেই তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। তাঁর দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে’ ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ তারকাদম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে মুম্বই পুলিশ। দীপক কোঠারি নামে ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের জন্য দেওয়া টাকা রাজ ও শিল্পা ব্যক্তিগত স্বার্থে খরচ করেছে ও তা সঠিক সময়ে ফেরত দেয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এদিন শিল্পার বয়ান রেকর্ড করে।
  • এখানেই শেষ নয়, এদিন শিল্পার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বই পুলিশ।
  • অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সমস্ত নথিও সংগ্রহ করা হয়েছে এদিন। যা যাচাই করে দেখা হবে।
Advertisement