shono
Advertisement
Vijay Devarakonda

বড়সড় দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডা, এখন কেমন আছেন অভিনেতা?

দুর্ঘটনার খবরে রীতিমতো চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে।
Published By: Arani BhattacharyaPosted: 09:08 AM Oct 07, 2025Updated: 02:20 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার সম্মুখীন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সোমবার তেলেঙ্গানার ৪৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। জানা যাচ্ছে, শুধু অভিনেতা একা নন। ওই গাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। অভিনেতার এই দুর্ঘটনার খবরে রীতিমতো চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে।

Advertisement

জানা যাচ্ছে, তেলেঙ্গানায় ৪৪ নং জাতীয় সড়কে তাঁর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উলটোদিক থেকে আসা একটি গাড়ির। জানা যাচ্ছে, পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন বিজয়। সেই সময়ই গাদওয়ালের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। বিজয়ের গাড়ি দুর্ঘটনার এই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, সেখানে দেখা যাচ্ছে রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে সেই গাড়ি। তবে গাড়ির অবস্থা বেহাল হলেও বিজয় ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন বলেই জানা যাচ্ছে। নিজের সোশাল মিডিয়া পেজে ইতিমধ্যেই অনুরাগীদের সেকথা জানিয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয় দেবরাকোন্ডা। জানা গিয়েছে, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা এবং বিজয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটা স্পষ্ট। কিন্তু তাঁদের বিয়ের নানা জল্পনা ও আংটি বদলের এই খবর নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। জীবনের নতুন ইনিংস শুরুর পরই এমন দুর্ঘটনার খবরে বিচলিত হন বিজয় অনুরাগীরা। সুপারস্টার ও তাঁর পরিবার সুস্থ আছেন, সেই খবর জানার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়সড় দুর্ঘটনার সম্মুখীন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোণ্ডা।
  • সোমবার তেলেঙ্গানার এনএইচ-৪৪এ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
  • জানা যাচ্ছে, শুধু অভিনেতা একা নন। ওই গাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও।
Advertisement