shono
Advertisement
Raj Subhashree

'বুম্বাজেঠু'র কোলে ইউভান, গানে যিশু-পরমের যুগলবন্দি, রাজ-শুভশ্রীর বাড়িতে জমজমাট বিজয়া সম্মিলনী

রাজ-শুভশ্রীর বাড়ির 'বিজয়া বৈঠকে' একটুকরো টলিউড। আসর মাতালেন কারা?
Published By: Sandipta BhanjaPosted: 04:17 PM Oct 06, 2025Updated: 04:17 PM Oct 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একছাদের তলায় তারকা সমাহার। কেউ গানআড্ডায় ব্যস্ত, কেউ বা গল্পে মশগুল। আবার কোথাও প্রযোজক-পরিচালকদের গোলবৈঠক! একনজরে দেখে মনে হবে, এ যেন কোনও তারকাখচিত সিনেমার সেট। আসলে বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দিতে রাজ-শুভশ্রীর জুড়ি মেলা ভার। টলিউডের তারকাদম্পতির বাড়িতে মাঝেমধ্যেই গান-গল্পের আসর বসে। সঙ্গে মহাভোজ। কর্তা রাজের সঙ্গে পাল্লা দিয়ে সুগৃহিণী শুভশ্রীও অতিথি আপ্যায়ণে ততোধিক পটিয়সী। ফি বছর আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে বিজয়ার বৈঠকে দেখা যায় টলিপাড়ার অনেককেই। এবারও তার অন্যথা হল না।

Advertisement

শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক, পিয়া চক্রবর্তী, অনিরুদ্ধ রায়চৌধুরি, পার্থ ভৌমিক-সহ অনেককেই দেখা গেল রাজ-শুভশ্রীর বাড়ির বিজয়া সম্মিলনীতে। দীর্ঘদিন বাদে এই আড্ডার সুবাদেই গান-বাজনায় যিশু-পরমের যুগলবন্দির সাক্ষী থাকল সকলে। তাঁদের সঙ্গে হাঁড়ি বাজিয়ে 'মহীনের ঘোড়াগুলি'র গানে যোগ্যসঙ্গত দিলেন পরিচালক অনিরুদ্ধ। কণ্ঠ মেলালেন পরমঘরণি পিয়াও। তবে বিজয়ার আসরের মধ্যমণি ছিল দুই খুদে- ইউভান আর ইয়ালিনী। রাজ-শুভশ্রীর দুই সন্তানকে আদরে ভরিয়ে দিলেন প্রসেনজিৎ, কোয়েলরা।

'বুম্বাজেঠু'র কোলে দেখা গেল ইউভানকে। আড্ডার ফাঁকে 'মেনস টক'-এ ব্যস্ত সৃজিত, যিশু, পরমব্রত, শ্রীকান্ত এবং রাজ। ধুতি-পাঞ্জাবিতে আদ্যোপান্ত বাঙালিবাবু সাজে ধরা দিলেন শাশ্বত। উল্লেখ্য, ডিভোর্স জল্পনার পর দীর্ঘদিন বাদে এই আড্ডায় যিশুকে খোশমেজাজে দেখা গেল। গানগল্প, আড্ডা আর দমফাটা হাসিতে জমে উঠেছিল রাজ-শুভশ্রীর রবিবাসরীয় বিজয়া বৈঠক। আর সেসব মিষ্টি মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশাল পাড়ায় ভাগ করে নিলেন সুগৃহিণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানেই দেখা মিলল একটুকরো টলিউডের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফি বছর আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে বিজয়ার বৈঠকে দেখা যায় টলিপাড়ার অনেককেই। এবারও তার অন্যথা হল না।
  • রাজ-শুভশ্রীর বাড়ির 'বিজয়া বৈঠকে' একটুকরো টলিউড।
  • 'বুম্বাজেঠু'র কোলে দেখা গেল ইউভানকে।
Advertisement