সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট ঘণ্টার শিফটে কাজ করার শর্ত দিয়ে দক্ষিণীকন্যা দীপিকা পাড়ুকোন নাকি দাক্ষিণাত্যভূমের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোণঠাসা হয়েছেন! এমনকী সময় বেঁধে কাজ করার কথা বলে নাকি 'কল্কি' পরিচালক নাগ অশ্বীনের বিরাগভাজনও হতে হয়েছে অভিনেত্রীকে। তাই ব্লকবাস্টার পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও নাকি সিক্যুয়েল থেকে ছাঁটাই হয়েছেন দীপিকা পাড়ুকোন? এহেন নানা জল্পনাযজ্ঞে যখন বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি ঘৃতাহূতি করেই চলেছে, তখন কতিপয় শব্দ খরচ করারও প্রয়োজন বলে মনে করেননি দীপিকা। বরং শনিবার সাতসকালে নিন্দুকদের মুখে ঝামা ঘষে বড়সড় সারপ্রাইজ দিয়ে ভক্তদের তাক লাগালেন অভিনেত্রী।
'স্পিরিট', 'কল্কি ২' থেকে ছাঁটাই বিতর্কের মাঝেই অ্যাটলির মেগাবাজের সিনেমায় সই করার প্রমাণ দিলেন ভিডিও সমেত। 'জওয়ান' পরিচালক 'AA22XA6' নামে ৮০০ কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি করতে চলেছেন। যে ছবিতে পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। একসময়ে শোনা গিয়েছিল, এই মেগাবাজেট ছবির জন্য সলমন খানের কাছে প্রস্তাব গিয়েছে। তবে বক্স অফিসে ভাইজানের মন্দা বাজারে সেই প্রস্তাব হাত ঘুরে যায় আল্লু অর্জুনের কাছে। 'পুষ্পা ২' তারকা ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। কিন্তু আচমকাই কেন সলমন খানকে বাদ দিতে হল? জানা গিয়েছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনা করবে ডাকসাইটে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। যারা এই পিরিয়ড ড্রামার জন্য ৬০০ কোটির বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার তরফ থেকেই আপত্তি উঠেছে বলে খবর। প্রযোজক নাকি সলমনের উপর মেগাবাজেট সিনেমার ভার ছাড়তে নারাজ। সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এহেন মতামত তাঁদের! আর সেই জন্যই ‘পুষ্পা’কে বেছে নিয়েছেন তাঁরা। যে আল্লু অর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দৌলতে একাই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে ৩০০০ কোটির ব্যবসা দিয়েছিল। এবার সেই সিনেমাতেই যোদ্ধার ভূমিকায় দীপিকা পাড়ুকোন। বলিউড অভিনেত্রীকে 'ক্যুইন' সম্বোধন করে ভিডিও প্রকাশ্যে আনলেন অ্যাটলি। নায়িকা ঘনিষ্ঠদের মতে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুখের উপর যোগ্য জবাব।
চব্বিশ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান। বিগ বাজেট সিনেমার স্টারকাস্টে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও মিলেছিল তখন। ভারতীয় বিনোদুনিয়ার দুই তাবড় মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গিয়েছে। তবে সলমন না থাকলেও দক্ষিণের দুই তাবড় তারকাকে দেখা যাবে সিনেমায়। প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শাণ দিতে ব্যস্ত পরিচালক। ২০২৫ সালের মাঝামাঝি কাজ শুরু হচ্ছে খুব শিগগিরি।
