সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার অসামান্য কীর্তি ফের ফুটে উঠতে চলেছে পর্দায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি 'ইক্কিশ'কে ঘিরে তাই দর্শকের উন্মাদনার পারদ বাড়ছে। আর তার নেপথ্যে রয়েছে আরও এক কারণ, তা হল এই ছবিই কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি। ছবিতে ফুটে উঠেছে সেনাবাহিনীর কঠিন লড়াইয়ের গল্প। পরমবীর চক্র প্রাপক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। বুধবার মুক্তি পেল এই ছবির প্রথম গান 'সিতারে'। অরিজিৎ সিংয়ের কণ্ঠে যা শ্রোতাদের আরও একবার মোহিত করেছে। আর সেই গান লঞ্চের অনুষ্ঠানেই ধর্মেন্দ্রর স্মৃতিতে বুঁদ হলেন অমিতাভ পৌত্র।
জীবনের দ্বিতীয় ছবি, আর তাতেই ধর্মেন্দ্রর মতো একজন কিংবদন্তির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছেন অগস্ত্য। রীতিমতো আবেগে ভেসেছেন তিনি। নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে অগস্ত্য বলেছেন, "আসলে আমার জন্য এই বিষয়টা ভীষণই আবেগের। কারণ ধর্মজি আমাদের পরিবারের সব প্রজন্মের সঙ্গে অভিনয় করেছেন। আমার প্রপিতামহ ছাড়াও আমার দাদু অমিতাভ বচ্চন তো বটেই এমনকী আমার সঙ্গেও অভিনয় করলেন। এটা একটা আলাদা ভালো লাগা আমার এবং আমার পরিবারের জন্য। এবং তাঁর সঙ্গে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাঁর সঙ্গে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। অসম্ভব ভালো কেটেছে শুটিংয়ের দিনগুলো"
২৪ নভেম্বর ‘হি-ম্যানে’র প্রয়াণের দিনই নেটভুবনে চর্চিত হয় ধর্মেন্দ্রর অন্তিম সিনেমা ‘ইক্কিস’-এর ট্রেলার। শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। তিন সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ‘ইক্কিস’-এর ট্রেলারজুড়ে দেশমাতৃকার প্রতি কর্তব্যে অবিচল পিতা-পুত্রের রসায়ন নজর কেড়েছিল। এবার মুক্তি পেল ছবির প্রথম গান। অন্যদিকে গানটির দৃশ্যায়নে ফুটে উঠেছে অনস্ক্রিন অগস্ত্য ও সিমর ভাটিয়ার রোম্যান্স। ২০২৩ সালে বলিউডে অভিষেক ঘটেছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর। ‘আর্চিজ’ ছবিতে অভিনয়ের পর ফের তাঁকে দর্শক পেতে চলেছেন পর্দায় অন্যরকম এক চরিত্রে। কেরিয়ারের দ্বিতীয় ছবি হলেও নিজের সবটুকু উজাড় করে যে অগস্ত্য অভিনয় করেছেন তা বলাই বাহুল্য। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে 'ইক্কিশ'।
