সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু'বছরে তাঁদের নিয়ে বিতর্ক কম হয়নি। কেউ বলেছেন ননদের কারণে শ্বশুরবাড়ি ছেড়েছেন বৌমা। কেউ আবার বলেছেন স্বামী-স্ত্রীয়ের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। তাঁদের দাম্পত্য নিয়ে চারিদিকে আলোচনার শেষ নেই। শোনা গিয়েছিল সম্পত্তি নিয়ে বচসার জেরেই বচ্চন পরিবারের সঙ্গে দুরত্ব সৃষ্টি হয়েছে ঐশ্বর্যর। যদিও এই সবই এখন অতীত।
বছর শেষে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী অভিষেক এবং শ্বশুর অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তার পর সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। আবারও একসঙ্গে ফ্রেমবন্দি ঐশ্বর্য এবং অভিষেক দুজনের পোশাকে রংমিলান্তি। অভিষেকের পরনে ছিল আইভরি রঙের গলাবন্ধ আর ঐশ্বর্য পরেছিলেন একই রঙের আনারকলি। ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ফ্রেমবন্দি তারকা দম্পতি। সেই ছবি পোস্ট করা হয়েছে হরিনাম দাসের ইনস্টাগ্রামে।
ঐশ্বর্য এবং অভিষেকের এমন হাসিখুশি ছবি দেখে খুশি তাঁদের ভক্তরাও। নেটপাড়ার একাংশের মতে তাঁরা বিচ্ছেদের চর্চা নিছকই রটনা। যদিও চার দেওয়ালের মধ্য়ে তাঁদের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নিয়েছে তা বলা বেশ কঠিন। তবে সারা বিশ্বের কাছে বিয়ের ১৮ বছর কাটানোর পর তাঁরা 'হ্যাপিলি ম্যারেড'। বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও এ দিন পেয়েছেন তাঁরা। তারকা দম্পতির সঙ্গে দেখা করে ইস্কনের মহারাজও যে বেশ খুশি হয়েছেন তা নিজের পোস্টে লিখেছেন তিনি। বর্তমানে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কের সমীকরণ ঠিক কী? সেই অঙ্ক খুবই কঠিন।
