shono
Advertisement

মোদির পা ছুঁয়ে প্রণামের পর ধর্ম নিয়ে বিশেষ বার্তা, কী বললেন ঐশ্বর্য?

মোদিকে ধন্যবাদও জানান তিনি।
Published By: Sayani SenPosted: 05:48 PM Nov 19, 2025Updated: 05:48 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তবে বর্তমানে সেই ধর্ম নিয়ে হানাহানির খবর পাওয়া যায় না তা নয়। এই পরিস্থিতিতেই ধর্ম নিয়ে বিশেষ বার্তা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে মোদির পা ছুঁয়ে প্রণাম করেন। তারপর এই মন্তব্য করেন তিনি।

Advertisement

অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে আয়োজিত শ্রী সত্য সাই বাবার জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এবং জি কিষান রেড্ডিও। সেই অনুষ্ঠানেই যোগ দেন প্রাক্তন বিশ্বসুন্দরী। বক্তৃতা শুরুর আগে মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রীকে প্রণাম করেন তিনি। ঐশ্বর্য বলেন, "পৃথিবীতে একটি ধর্ম। সেটি হল মানবতা। পৃথিবীতে একটি জাতি। সেটি হল ভালোবাসা। পৃথিবীর ভাষাও একটি। সেটি হল হৃদয়ের ভাষা। পৃথিবীতে ভগবানও একটি। তিনিই সর্বশক্তিমান।"

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী আরও বলেন, "এই বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞান, অনুপ্রেরণা জাগানো বক্তব্য শোনার অপেক্ষায় আছি। আপনার উপস্থিতি এই উদযাপনে পবিত্রতা যোগ করেছে এবং আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে স্বামীজির শিক্ষা। প্রকৃত নেতৃত্ব হল সেবা। আর মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা।"

সম্প্রতি অভিষেক ও ঐশ্বর্য দাম্পত্য সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছে। তারই মাঝে বচ্চনবধূর সঙ্গে মোদির সাক্ষাৎ নিয়ে জোর চাপানউতোর। শ্বশুর অমিতাভ বচ্চনের মতো ঐশ্বর্যকেও দেখা যাবে রাজনীতির ময়দানে, তা নিয়ে তুঙ্গে জল্পনা। যদিও এই বিষয়ে এখনও প্রাক্তন বিশ্বসুন্দরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • র্ম নিয়ে বিশেষ বার্তা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।
  • শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে মোদির পা ছুঁয়ে প্রণাম করেন।
  • মোদিকে ধন্যবাদও জানান তিনি।
Advertisement